স্বাধীনতা দিবসে সুখবর! প্রধানমন্ত্রী মোদির বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন টাকা?

৭৭ তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য নতুন প্রকল্প “বিশ্বকর্মা যোজনা” ব্যাপারে বলেছেন। যেখানে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষেরা লাভ পাবে।

ভারত সরকার শিক্ষিত যুবক-যুবতীদের ও পড়ুয়াদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের পরিবারের অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং কাজের জন্য বিভিন্ন যোজনা চালু করেছে। অর্থবছরের শুরুতেই এই বিশ্বকর্মা যোজনার ব্যাপারে বাজেটের খাতায় অর্থ সংযোজন দেখা গিয়েছিল।

এবার এই বিশ্বকর্মা যোজনা শুরুর কথা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। প্রধানমন্ত্রী জানান বিশ্বকর্মা পূজার দিন থেকে এই প্রকল্পের শুভ উদ্বোধন হবে। এই স্কিমের সুবিধা কী? কারা আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবেন? কি কি কাগজপত্র লাগবে, কারা টাকা পাবেন – সমস্ত কিছু প্রশ্নের উত্তর জেনে নিন আজকের প্রতিবেদনে

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Scheme)

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ২০১৫ সাল থেকে এই প্রকল্প চালু হয়েছে। ২০২০ সালে এই প্রকল্পেরই নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান স্কিম‘। ভারতীয় যুব সমাজের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট ও এন্ট্রোপ্রনারশিপ বৃদ্ধি করতে এই প্রকল্পের সূচনা।

তার সঙ্গে সমাজের যারা কারিগর স্বর্ণকার, নাপিত, তাঁতি, সুতার, রাজমিস্ত্রি, ধোপার মতো বংশ পরম্পরায় চলে আসা পেশাগুলির জন্য এবার থেকে নয়া যোজনা আর্থিক সুবিধা পাবে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট অধিবেশনে এই স্কিমে আরও নতুন দিক যুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সুবিধা (Benefits)

১. এই স্কিমের মাধ্যমে ভারতের বংশপরম্পরায় চলে আসা জীবিকাগুলি আর্থিক সুবিধা পাবে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে

২. নিজেদের ব্যবসা শুরু করার ক্ষেত্রেও এই স্কিম সাহায্য করে। লোন ও সাবসিডি সহ বিভিন্ন ভাবে সাহায্য করা হয়। এছাড়াও ব্যবসা সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে ও ট্রেনিং এর ক্ষেত্রে স্কলারশিপের ব্যবস্থা আছে এই স্কিমের আওতায়।

»» পশ্চিমবঙ্গের ST/SC/OBC-দের শুরু হল OASIS স্কলারশিপে অনলাইন আবেদন প্রক্রিয়া!

এই স্কিম বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত। ফলে ট্রেনিং শেষে যুবক যুবতীরা নিজেদের পছন্দসই ফিল্ডে চাকরির সুযোগ পায়। এই স্কিমের মাধ্যমে ভারতীয় ইকোনমিতে সরাসরি সাহায্য হয়।

আবেদনের যোগ্যতা

  • ১. আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ২. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান স্কিমে অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) হতে হবে।

আবেদন পদ্ধতি (Application Form Fill Up)

সমস্ত আবেদনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমে www.pmksy.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে।

ফর্মে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ ও সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প! প্রত্যেক পড়ুয়া পাবে ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন

আপনারা নিকটবর্তী সহজ তথ্য মিত্র কেন্দ্র থেকে বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -