প্রত্যেক বছর অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি হয়। তারা নতুন করে স্বপ্ন দেখে সুদূর আলোকিত ভবিষ্যতের কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের স্বপ্ন শুধুমাত্র অর্থের অভাবে পূরণ হতে পারে না।
রাজ্য সরকার ও কেন্দ্র সরকার নানান রকম সরকারি প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দিলেও অনেক ছাত্রছাত্রী বাদ পড়ে যায় কিম্বা সরকারি কলারশিপের টাকার পরিমাণ ছাত্র ছাত্রীদের পড়াশোনার খরচ পুরোটা মেটাতে পারে না। তাই সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট কিছু সংস্থা এবং কর্পোরেট কোম্পানি আর্থিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে। সরকারি স্কলারশিপের পাশাপাশি তাই বেসরকারি এই স্কলারশিপ গুলো অনেক জনপ্রিয়।
আজকের প্রতিবেদনই সেরকমই একটি নতুন প্রাইভেট স্কলারশিপ যেটি “Hero–FinCorp” তরফ থেকে ছাত্র-ছাত্রীদের দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, কত টাকা পাবেন, তার সঙ্গে সঙ্গে বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করতে পারবে সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
Hero–FinCorp – রমণকান্ত স্কলারশিপ (Raman Kant Munjal Scholarship)
Raman Kant Munjal Scholarships হল Hero–FinCorp কোম্পানির সংস্থা Raman Kant Munjal Foundation দ্বারা পরিচালিত একটি বেসরকারি স্কলারশিপ। যেটি Buddy4Study ইন্ডিয়া ফাউন্ডেশন-এ সহায়তায় পড়ুয়াদের দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা সমূহ (Required Qualification)
এই স্কলারশিপে শুধুমাত্র ভারতবর্ষের পড়ুয়ারাই আবেদন করতে পারবে। এছাড়াও এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি হল-
- যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থ সম্পর্কিত ডিগ্রি কোর্স (Finance) নিয়ে প্রথম বর্ষে কলেজে ভর্তি হয়েছে সেই সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হবে।
- স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার নিচে হতে হবে।
আরও স্কলারশিপ (Click) » HDFC Bank Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ, জেনেনিন আবেদন প্রক্রিয়া!
স্কলারশিপ বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
এই স্কলারশিপে বৃত্তির পরিমাণ ছাত্র-ছাত্রীর বর্তমান কোর্সের উপর নির্ভর করে এছাড়া কলেজের ফি এর উপরেও নির্ভর করে। এই স্কলারশিপে পড়ুয়ারা সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে।
Raman Kant Munjal Scholarship আবেদন পদ্ধতি (Application Process)
এই স্কলারশিপের আবেদন Buddy4Study পোর্টালের মাধ্যমে আপনারা নিজেদের স্মার্টফোন থেকেই ফরম ফিলাপ করতে পারবেন। তার আগে আপনাদের আপনাদের কিছু কাগজ পত্র বা ডকুমেন্ট হাতে সামনে রাখতে হবে। যেগুলি আপলোড করার পাশাপাশি. তথ্য লাগবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
এই স্কলারশিপে আয়োজন করার জন্য আবেদনকারীকে যেসকল নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।
- আবেদনকারীর দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
- আবেদনকারীর আধার কার্ড।
- পিতামাতার প্যান কার্ড এবং আধার কার্ড।
- পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
- কলেজে ভর্তির রশিদ।
- ব্যাংকের পাসবুক।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: ব্যাংক একাউন্টে এই কাজটি অবশ্যই করুন, নাহলে পাবেন না টাকা!!
কিভাবে অনলাইনে ফরম ফিলাপ করবেন?
Raman Kant Munjal Scholarship – অনলাইনেআবেদনের জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। আবেদনের লিঙ্ক আপনারা পোস্টের শেষে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারেন।
1) আবেদনকারীকে প্রথমে Buddy4Study এই ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপর Email অথবা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
3) রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার দিয়ে লগইন করে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
4) এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে।
5) এরপর সমস্ত ‘Terms and Conditions’ Accept করতে হবে।
6) এরপর সর্বশেষে ফাইনাল সাবমিট করার জন্য ‘Submit’ অপশনটিতে ক্লিক করতে হবে।
আপনার জন্য সাজেশন »
- আগস্ট মাসে যে সরকারি ও প্রাইভেট স্কলারশিপ গুলি ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন!
- কেন্দ্রের নতুন স্কলারশিপ! পড়ুয়াদের ৯০০০ টাকা দেবে সরকার, তাড়াতাড়ি আবেদন করুন
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
বর্তমানে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ১৫ সেপ্টেম্বর ২০২৩।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -