HDFC Bank Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের ৫০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ, জেনেনিন আবেদন প্রক্রিয়া!

ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সরকারি স্কলারশিপ-এর সাথে, অনেক প্রাইভেট সংস্থা স্কলারশিপ দিতে এগিয়ে আসে। যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সুবিধা হয়।

এইচ.ডি.এফ.সি ব্যাংক (HDFC Bank) দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় অর্থনৈতিক সাহায্য করার জন্য তাদের, পরিবর্তন স্কলারশিপ (HDFC Bank Parivartan Scholarship 2023-24) নিয়ে এসেছে। যেখানে স্কুল থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ পড়ুয়া তার সঙ্গে প্রফেশনাল ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে।

কিভাবে আবেদন করবেন, কিভাবে স্কলারশিপের টাকা ব্যাংক একাউন্টে পাবেন? আবেদনের শেষ তারিখ কবে – সমস্ত কিছু তুলে ধরা হল আজকের প্রতিবেদনে, তাই কোন অংশ মিস করবেন না!!

HDFC Bank পরিবর্তন স্কলারশিপ 2023-24

রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের এবং যেসকল বেসরকারি জনপ্রিয় স্কলারশিপ গুলি আছে সেগুলি পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য দেওয়া হয়ে থাকে।

পড়ুয়াদের কাছে অত্যন্ত জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ এইচ-ডি-এফ-সি ব্যাংকের তরফ থেকে দেওয়া HDFC Scholarship যা প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপে ১৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত বার্ষিক বৃত্তি প্রদান করা হয়।

এই স্কলারশিপটি এইচডিএফসি ব্যাংকের উদ্যোগে দেশের সমস্ত মেধাবী দরিদ্র পড়ুয়াদের আর্থিক সহায়তার জন্য দেওয়া হয়। এবং অন্যান্য সরকারি স্কলারশিপের সাথে পুনরায় এতে আবেদন করতে পারবে।

HDFC Scholarship এ আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-

১) শিক্ষাগত যোগ্যতা: এই স্কলারশিপের সুবিধা প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদেরও এই স্কলারশিপের সুবিধা দেওয়া হয়ে থাকে। এছাড়াও আইটিআই, ডিপ্লোমা এবং পলিটেকনিক ছাত্র-ছাত্রীদেরও এই স্কলারশিপ দেওয়া হয়।

২) মার্কস প্রয়োজন: এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াকে পূর্ববর্তী ক্লাসে ৫৫ শতাংশ নাম্বার সহ উত্তীর্ণ হতে হবে।

৩) পারিবারিক আয়: যে সকল পড়ুয়ার পরিবারের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে সেই সকল পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

৪) অন্যান্য যোগ্যতা:

  • এই স্কলারশিপে আবেদন শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা করতে পারবে।
  • আবেদনের জন্য পড়ুয়াকে পরবর্তী ক্লাসে পাঠরত হতে হবে। অর্থাৎ পড়ুয়া যদি অষ্টম শ্রেণী পাস করে তাহলে পড়ুয়াকে নবম শ্রেণীতে পাঠরত হতে হবে, এবং পড়ুয়া যদি উচ্চমাধ্যমিক পাশ করে তাহলে পড়ুয়াকে স্নাতক স্তরে পড়া চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: জ্যোতি প্রকাশ স্কলারশিপ ছাত্র-ছাত্রীরা পাবে 15 হাজার টাকা, অনলাইন আবেদন!

HDFC Scholarship: বিভিন্ন কোর্সে স্কলারশিপ বৃত্তির পরিমান

HDFC Scholarship এর বৃত্তির পরিমাণ পড়ুয়ার বর্তমান কোর্সের উপর নির্ভর করে।

কোর্স বা শ্রেণিবার্ষিক বৃত্তির পরিমাণ
প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণির১৫,০০০ টাকা
সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক১৮,০০০ টাকা
সাধারণ স্নাতক কোর্স (BA, B.Sc, B.Com)৩০ হাজার টাকা
পেশাদারী স্নাতক কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং)৫০ হাজার টাকা
সাধারণ স্নাতকোত্তর কোর্স৩৫ হাজার টাকা
পেশাদারী স্নাতকোত্তর কোর্স৭৫ হাজার টাকা

HDFC Scholarship-এ আবেদন প্রক্রিয়া (Online Application)

আপনারা সম্পূর্ণ নিজেদের মোবাইলের মাধ্যমে অনলাইনে, এই এইচডিএফসি স্কলারশিপ এর জন্য আবেদন পত্র ফিলাপ করতে পারবেন। আবেদন শুরু করার আগে আপনাদের যে যে ডকুমেন্টগুলো সঙ্গে রাখতে হবে –

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র

যে সকল নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

  1. পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট (Marksheet)।
  2. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
  3. চলতি বছরে ভার্তির রশিদ (Admission Slip)।
  4. আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
  5. আবেদনকারীর সক্রিয় ব্যাংকের পাসবুক (Bank Account)।
  6. পাসপোর্ট সাইজ সম্প্রতি ফটোগ্রাফ।

** স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা পাবে ?

অনলাইন আবেদন ফরম ফিলাপ (Form Fill Up)

এই স্কলারশিপে আবেদন Form পূরণ করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।

  • এই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল buddy4study ওয়েবসাইটে যেতে হবে। অথবা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকেও আবেদনের পেজে যেতে পারেন!
  • ‘HDFC Scholarship’- সিলেক্ট করে, নিজের কোর্স সেকশনে আবেদনের জন্য ক্লিক করতে হবে।
  • মোবাইল নাম্বার আমার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন এর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ‘Start Application’ অপশনটিতে ক্লিক করলেই সম্পূর্ণ আবেদন ফর্মটি খুলে যাবে।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • আবেদন ফর্মটি পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • এরপর ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।

আবেদন সম্পূর্ণ হলে আপনারা আপনাদের ইমেইলে একটি অ্যাপ্লিকেশন আইডি (Application ID) এবং স্কলারশিপ এর কনফারমেশন পাবেন পরবর্তীকালে স্কলারশিপ এর জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের ইমেইল এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে নেয়া হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (Last Date)

HDFC Scholarship এ আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গিয়েছে এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩০-ই সেপ্টেম্বর, ২০২৩

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -