Private Scholarship for West Bengal students, August 23: ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় স্কলারশিপ যে কতটা জরুরি তা আমরা সকলেই জানি!
সেটা পড়াশোনা টিউশন ফি, স্কুল-কলেজের যাতায়াতের খরচ, হোস্টেলের খরচ এবং পড়াশোনার সামগ্রিক খরচ। অনেক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীদের সবটুকু ম্যানেজ করা সম্ভব হয় না।
সেইসব মেধাবী পড়ুয়াদের সরকার ও বিভিন্ন সংস্থা স্কলারশিপ দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনা কে সাপোর্ট করে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। আর আমাদের পোর্টালের ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের বরাবরই বিভিন্ন স্কলারশিপ এবং তাদের ফর্ম ফিলাপ বিষয়ে আপডেট দিয়ে, সঠিক তথ্য তাদের কাছে পৌঁছে দিই যাতে তাদের স্কলারশিপ পেতে কোন অসুবিধা না হয়।
আজকের এই প্রতিবেদনে, আবারো কিছু বিশেষ স্কলারশিপ এর লিস্ট নিয়ে এসেছি যেগুলির আবেদন ফরম ফিলাপ বর্তমানে চলছে, তাই যদি আপনারা যোগ্য হয়ে থাকেন স্কলারশিপ গুলো একদম মিস করবেন না! তাই প্রতিবেদনটি পোষ্টটি শেষ পর্যন্ত পড়ুন।
Private Scholarship for Westbengal Students
বর্তমানে যে যে বেসরকারি বা প্রাইভেট সংস্থার স্কলারশিপ গুলির ফরম ফিলাপ চালু আছে, সেগুলি লিস্ট দেখে নিন –
বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপ তালিকা (আগস্ট)
স্কলারশিপের নাম | বিবরণ ও আবেদন |
1. HDFC Bank স্কলারশিপ | বর্তমানে এইচ.ডি.এফ.সি Bank স্কলারশিপ-এর ফরম ফিলাপ চলছে (HDFC Parivartan Scholarship 2023-24), যেখানে প্রায়ই সমস্ত স্টুডেন্ট আবেদন করতে পারবে। প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশ, কলেজ পড়ুয়া সকলেই এর জন্য যোগ্য। ► আবেদনের লিংক: Apply Now |
2. বিশ্ববীনা স্কলারশিপ | উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়ারা, যারা ৮০ শতাংশ নম্বর পেয়েছে তারা এর জন্য আবেদন করতে পারবে। ► আবেদনের লিংক: Apply Now |
3. Hero রমণকান্ত স্কলারশিপ | উচ্চ মাধ্যমিকের পর যে সকল পড়ুয়া ফাইন্যান্স কোর্সে ভর্তি হয়েছে, তাদের জন্য হিরো-FinCorp কোম্পানির তরফ থেকে এই রমনকান্ত স্কলারশিপ দেওয়া হচ্ছে। ► আবেদনের লিংক: Apply Now |
গুরুত্বপূর্ণ: বেসরকারি ও প্রাইভেট স্কলারশিপ গুলির ক্ষেত্রে আপনারা অন্যান্য স্কলারশিপ পেলেও আবেদন করতে পারবেন, কোন সমস্যা নেই! কিন্তু এক্ষেত্রে আবেদন করলেই যে স্কলারশিপ পাবেন তার নিশ্চয়তা নেই। তাই কিছু সংখ্যক ছাত্রছাত্রী স্কলারশিপের জন্য নির্বাচিত হয় এবং বৃত্তির টাকা পায়।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -