State Government (Bikash Bhaban) issued new Guidelines to prevent Ragging – র্যাগিং প্রতিরোধে নয়া নির্দেশিকা জারি রাজ্য সরকারের, যাদবপুর আতঙ্কের রেশ, আগস্ট 2023
যাদবপুর ছাত্র-মৃত্যু এর আতঙ্কে যেনো টনক নড়েছে রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের নির্দেশে জারি হলো নতুন অ্যান্টি র্যাগিং গাইডলাইনস। সুপ্রিম কোর্টের নির্দেশিকা, UGC এর সংশ্লিষ্ট আইন এবং বিধি, রাঘবন কমিটির সুপারিশ এই তিনটি স্তরের যাবতীয় আইন গুলিকে প্রাধান্য দিয়ে প্রকাশিত হয়েছে নতুন অর্ডার।
এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন প্রতিষ্ঠান গুলিতে র্যাগিং প্রতিরোধের জন্য অ্যান্টি র্যাগিং স্কোয়াড এবং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাগিং সংক্রান্ত অভিযোগ গুলির তদারকির জন্য রাজ্যস্তরে একটি কমিটি গঠন করতে হবে বলে নির্দেশিত হয়েছে গাইডলাইনস এ। বিজ্ঞপ্তি অনুসারে, ছাত্র-ছাত্রীদের কি করণীয়, নিন্মলিখিত কিছু গাইডলাইনস উল্লেখ করা হলো – তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন!
প্রাতিষ্ঠানিক স্তরে প্রতিরোধমূলক ব্যবস্থাপনা
সমস্ত প্রতিষ্ঠান গুলিকে র্যাগিং সংক্রান্ত বিধিনিষেধ মেনে অ্যাডমিশন ও ওরিয়েন্টেশন সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান পরিবেশে সম্পুর্ণ ভাবে নিষিদ্ধ করতে হবে র্যাগিং।
স্টাডি মেটেরিয়ালস, বইপত্র, প্রসপেক্টাস এই সবকিছুতে অ্যান্টির্যাগিং নির্দেশনা এবং হেল্পলাইন নম্বর সহ সবকিছু স্পষ্টভাবে উল্লেখিত থাকতে হবে।
অ্যান্টির্যাগিং সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান গুলিতে। তারপর অ্যান্টির্যাগিং প্রতিশ্রুতি নিশ্চিত হলে হলফনামা বা এফিডেভিটস জমা দিতে হবে।
অবশ্যই পড়ুন » ছাত্র-ছাত্রীদের জন্য TATA কুইজ! শুরু হলো অনলাইন রেজিস্ট্রেশন, থাকছে প্রাইজ ও চাকরির সুবিধা
অ্যান্টির্যাগিং কমিটি গঠন
অ্যান্টির্যাগিং স্কোয়াড: প্রতিষ্ঠানের প্রধান কতৃপক্ষের নির্দেশে গঠিত হবে এই দলটি যারা উল্লেখিত অভিযোগগুলোর ওপর তদারকি করবে, তাদের ওপর আকস্মিক অভিযান চালাবে, সমস্ত ঘটনা পরিদর্শন এবং তদন্ত পরিচালনার দায়িত্ব পালন করবে।
অ্যান্টির্যাগিং কমিটি: প্রতিষ্ঠানের প্রধান কতৃপক্ষের নেতৃত্বে গঠিত এই কমিটি যেখানে সদস্যবৃন্দ এবং stakeholders হিসেবে থাকবে প্রতিষ্ঠানের শিক্ষক, পুলিশ, শিক্ষাত্রী, মিডিয়া, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অভিভাবক স্তরের একাংশ যুক্ত থাকবে।
মেন্টরিং সেল: মেন্টরিং সেলে নতুন পড়ুয়াদের guide করবেন পরামর্শদাতারা। পড়ুয়ারা নতুন পরিবেশে কিভাবে মানিয়ে নিতে পারবে সেই বিষয়ে তাদের সুপরামর্শ দেবে এই সেলের উদ্যোক্তারা।
রাজ্য স্তরের এবং জেলা স্তরের কমিটি
জেলাশাসক অথবা পুলিশ কমিশনারের নেতৃত্বে জেলাস্তরের কমিটিগুলি পরিচালিত হবে। কমিটিগুলি র্যাগিং প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবে এবং রাজ্য স্তরের কমিটিকে রিপোর্ট জানাবে।
রাজ্য স্তরের কমিটি গুলি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা জুড়ে অ্যান্টির্যাগিং প্রচার চালাবে এবং প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেবে।ত্র-ছাত্রীদের ল্যাপটপ দিচ্ছে Jio! থাকছে কোডিং শেখার সুবিধা, কিভাবে পাবেন জেনে নিন
প্রতিষ্ঠানের পদক্ষেপ এবং দায়িত্ব
হোস্টেলের ওয়ার্ডেন দের অ্যান্টির্যাগিং ব্যবস্থা তদারকি করায় বিশেষ ভূমিকা পালন করতে হবে এবং যাবতীয় রিপোর্ট জানাতে হবে প্রতিষ্ঠান কতৃপক্ষকে।
- ছাত্রছাত্রীদের সুপরামর্শ দেওয়ার জন্য প্রতিষ্ঠানে professional counselor নিয়োগ করতে হবে।
- প্রতিষ্ঠানিক কমিটি কে অ্যান্টির্যাগিং এর সমর্থনে সচেতনমূলক এবং দৃষ্টান্তমূলক প্রচার চালাতে হবে।
- র্যাগিং তদারকি এবং সনাক্তকরণ এবং রিপোর্ট করার জন্য প্রতিষ্ঠানিক কর্মীবৃন্দ দের অর্থাৎ শিক্ষক- শিক্ষিকা, কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে।
- অ্যান্টির্যাগিং প্রচার এবং পদক্ষেপ গুলিকে গোপন অভিযান এবং সার্ভের মাধ্যমে পর্যালোচনা করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সরকার দ্বারা প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে সমস্ত স্টেকহোল্ডার দের সংগঠিত পদক্ষেপের কথা নির্দেশিত হয়েছে। সেই সঙ্গে রিপোর্টিং প্রক্রিয়া এবং সেগুলির প্রয়োগ এর নির্দেশাবলীর ওপর জোর দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত উচ্চস্তরের প্রতিষ্ঠানগুলিতে শিক্ষাত্রীদের সঠিক বিকাশ এবং নিরাপত্তা স্থির করতে তৎপর হয়েছে। উল্লেখিত এই নির্দেশাবলী প্রাতিষ্ঠানিক পরিবেশকে অনুকূল করতে সক্ষম ভূমিকা পালন করবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -