মাহিন্দ্রা ট্যালেন্ট স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে বছরে ১০০০০ টাকা, এক্ষুনি আবেদন করুন।

K.C Mahindra All India Talent Scholarship 2023: যে সমস্ত পরিবার আর্থিকভাবে দুস্থ এবং যারা শুধুমাত্র টাকার অভাবে ভালো ভালো ইনস্টিটিউটে ভর্তি হতে পারছেন না, তাদের জন্য আজ আপনাদের সম্পূর্ণ একটি নতুন স্কলারশিপ এর ব্যাপারে আপডেট দিতে চলেছি। যেটি অনেক ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে।

তবে স্কলারশিপটি আবেদনের শেষ তারিখ ২০শে আগস্ট। তাই তাড়াতাড়ি আপনাদের আবেদন করতে হবে। কি এই নতুন স্কলারশিপ? কারা আবেদন করবেন – সমস্ত জানতে প্রতিবেদনটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন!

Mahindra All India Talent Scholarship (MAITS)

মাহিন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট স্কলারশিপ (MAITS) 2023 হল কে.সি.মাহিন্দ্রা এডুকেশন ট্রাস্ট (একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট) -এর একটি উদ্যোগ। যার মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে

বৃত্তির মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা, যাতে তারা ভবিষ্যতের পড়া সম্পূর্ণ করতে পারে।

স্কলারশিপের বৃত্তির পরিমাণ

মোট ৫৫০ জন শিক্ষার্থী স্কলারশিপের জন্য নির্বাচিত হবে। নির্বাচিত পড়ুয়ারা তাদের তিন বছরে ডিপ্লোমা কোর্সে, বার্ষিক ১০০০০ টাকা করে, মোট ৩০ হাজার টাকা স্কলারশিপ পাবে।

মাহিন্দ্রা ট্যালেন্ট স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগবে?

  • ১. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই ৬০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • ২. আবেদনকারীকে একটি ডিপ্লোমা কোর্সের জন্য সরকারী স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
  • ৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখের মধ্যে হতে হবে

পড়াশোনার খরচ নিয়ে চিন্তা? কেন্দ্র সরকারের এই প্রকল্পে আজই আবেদন করুন!!

অনলাইনের ফরম ফিলাপ পদ্ধতি (KC Mahindra Scholarship Apply)

ছাত্রছাত্রীরা নিজেদের মোবাইলের মাধ্যমেই সম্পূর্ণ অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের সমস্ত তথ্য অফিসিয়াল পেজে দেওয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ: এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ হল আগামীকাল ২০শে আগস্ট, যেহেতু অনলাইনে আবেদন করা যাবে, তাই ঝটফট আবেদন সেরে ফেলবেন।

আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে?

আবেদন করার আগে ছাত্র-ছাত্রীদের যেসব কাগজপত্র স্ক্যান করে ছবি তুলে, পিডিএফ বানিয়ে হাতের কাছে রাখতে হবে –

  • ভর্তির প্রমাণপত্র: যে কলেজে ভর্তি হয়েছে তার প্রমাণ হিসেবে বা এডমিশন বা সিট অ্যালটমেন্টট (Seat Allotment) ডকুমেন্ট লাগবে
  • রেকমেন্ডেশন চিঠি (Recommendation Letter): দুজন ব্যক্তি বা শিক্ষকের চিঠি লাগবে।
  • নিজস্ব স্টেটমেন্ট (Statement): নিজের হাতের লেখা একটি চিঠি লাগবে, যেখানে তুমি কে, তোমার কি বিষয়ে আগ্রহ আছে, তুমি জীবনে কি করতে চাও – তোমার ভবিষ্যতের বিচার সবকিছু লেখা থাকবে।
  • মার্কসিট (Marksheet): মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক-এর মার্কশিটের কপি লাগবে।

এছাড়াও পরিবারের ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক-এর প্রথম পাতা ও আধার কার্ড আপলোড করতে হবে।

কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? লিস্ট দেখে আবেদন করুন!

অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন পদ্ধতি

  1. আবেদন শুরু করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে (https://maitsscholarship.kcmet.org/) চলে যেতে হবে। আপনাদের সুবিধার জন্য, যার লিংক আপনারা পোস্টের শেষে মধ্যে পেয়ে যাবেন
  2. সেখানে গিয়ে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে, আপনার নিজের যাবতীয় বিবরণ ফরম ফিলাপের মাধ্যমে শুরু করতে হবে। তারপর ডকুমেন্টস বা নথি আপলোড করে, অবশেষে সাবমিট করতে হবে।

মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Govt Scholarship after Madhyamik 2023)

অফিসিয়াল পেজের লিংক: Visit Site ↗

আবেদন করার পর, আপনার ইমেইলে আপনি যাবতীয় বিবরণ পেয়ে যাবেন এবং পরবর্তীকালে স্কলারশিপের জন্য নির্বাচিত হলে সেটাও আপনাকে ইমেইল করে জানিয়ে দেওয়া হবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -