Shriram Automall India Scholarship 2023-24: ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা বা দরিদ্র পরিবার থেকে নিজেদের পড়াশোনা করে। দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য বিভিন্ন সময় সমাজসেবী সংস্থা এবং পারভেট কোম্পানিগুলি এগিয়ে আছে স্কলারশিপ দেওয়ার মাধ্যমে।
সাধারণ শ্রমজীবী পরিবারের সন্তানদের পড়াশোনায় সাহায্য করার জন্য, তাদের আরো বেশি উৎসাহ জোগানোর জন্য শ্রীরাম অটোমল ইন্ডিয়া লিমিটেড (SAMIL) স্কলারশিপ প্রকল্প চালু করেছে।
কি যোগ্যতা লাগবে? কিভাবে অনলাইনে আবেদন করবেন – সমস্ত কিছু জানতে শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন!
শ্রীরাম অটোমল ইন্ডিয়া স্কলারশিপ (SAMIL Scholarship)
শ্রীরাম অটোমল ইন্ডিয়া লিমিটেড (SAMIL) সাধারণত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের কোম্পানির স্কলারশিপ এর মাধ্যমে ট্রাকচালক,গাড়িচালক ও বাণিজ্যিক ইত্যাদি যানবাহন চালকের পরিবারের শিশুদের শিক্ষায় আর্থিক সহযোগিতা করার জন্য অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের “শ্রীরাম অটোমল ইন্ডিয়া লিমিটেড (SAMIL)” বৃত্তি প্রদান করার উদ্যোগ নিয়েছে।
স্কলারশিপের সুবিধা (Amount & Benefits)
Shriram Automall India স্কলারশিপ-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য প্রতিবছর ৩০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ এর অনুদান পাবে।
বৃত্তির পরিমাণ
ক্লাস | টাকার পরিমান |
অষ্টম থেকে দশম | 3000/- প্রতি বছর |
11 তম থেকে 12 তম | 3500/- প্রতি বছর |
11 তম থেকে 12 তম | 5000/- প্রতি বছর* |
* শুধুমাত্র যদি পড়ুয়া অষ্টম শ্রেণীর পর ৯০ শতাংশের বেশি নম্বর পায়, এবং আগে থেকে Shriram Transport থেকে বৃত্তি পেয়ে থাকে।
কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? লিস্ট দেখে আবেদন করুন!
কারা আবেদন করতে পারবে
- এই স্কলারশিপ পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্য ভারতীয় হতে হবে।
- যেকোনো যানবাহন চালক (যেমন- ট্রাকচালক,গাড়িচালক ও বাণিজ্যিক) ইত্যাদি সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্তান হতে হবে।
- সরকারে অনুমোদিত বিদ্যালয়ে 8 থেকে 12 শ্রেণীতে পাঠরত থাকতে হবে।
- পূর্ববর্তী পরীক্ষায় ৬০% এর বেশি নাম্বার থাকতে হবে।
- ছাত্র-ছাত্রীদের পারিবারিক আয় 25,000 হাজার টাকার কম হতে হবে।
SAMIL Scholarship: অনলাইনে আবেদন প্রক্রিয়া
শ্রীরাম অটোমল স্কলারশিপে, আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেই ফরম ফিলাপ ও আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচে দেওয়া ধাপ গুলি ফলো করুন –
- প্রথমে SAMIL স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং সেখান থেকে হোমপেজে, ” SAMIL Scholarship Apply” – ক্লিক করতে হবে।
- আবেদনের সরাসরি লিংক: Apply Now ↗
- তারপর নাম ইমেল মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
বর্তমানে যে সরকারি ও প্রাইভেট স্কলারশিপ গুলি ফর্ম ফিলাপ চলছে, আবেদন করুন!
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট ও কাগজপত্র আপলোড করতে হবে –
- বোনাফাইড সার্টিফিকেট
- পরীক্ষার মার্কশিট
- পিতামাতার ড্রাইভিং লাইসেন্সের একটি কপি
- ব্যাংকের পাস বইয়ের কপি
- পিতামাতার রেশন কার্ড / আধার কার্ড
Shriram Automall India (SAMIL) স্কলারশিপের আবেদন বর্তমানে চলছে, তাই আগ্রহী ছাত্র-ছাত্রীরা অবশ্যই আবেদন সেরে ফেলুন।
আর এটি একটি প্রাইভেট স্কলারশিপ, তাই আপনারা আবেদন করলেই যে টাকা পাবেন তার কোন নিশ্চয়তা নেই। তবুও অবশ্যই আবেদন করতে যেহেতু কোন টাকা লাগছে না, তাই আবেদন করে রাখতেই পারেন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -