পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন! শুরুর তারিখ জানালো বিকাশ ভবন

Last Updated:

Swami Vivekananda Scholarship 2023 College Start Date (Fresh & Renewal) Application

মাধ্যমিক পাশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন ইতিমধ্যেই চলছে। পঞ্চাশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী ইতিমধ্যেই রেজিস্ট্রেশন আবেদন করে দিয়েছে

কিন্তু কলেজ পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন এখনো শুরু হয়নি। তাই ছাত্র-ছাত্রী মনে প্রশ্ন কবে থেকে শুরু হবে? অনেকেই চিন্তায় আছেন – আজকের প্রতিবেদনে বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে নতুন কি আপডেট আছে! বিকাশ ভবন থেকে কি জানানো হচ্ছে আবেদন শুরুর তারিখ সবকিছু বিস্তারিত জানাবো!

বিকাশ ভবন স্কলারশিপ আপডেট (Swami Vivekananda Scholarship 2023)

প্রথমত, ভর্তি প্রক্রিয়া সাধারণ কলেজের জন্য ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া এখনো চলছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কোর্সের ভর্তিও প্রায় শেষের দিকে।

বিকাশ ভবন থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে (svmcm.wbhed.gov.in), সমস্ত কোর্স-এর এর ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে স্কলারশিপের আবেদন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। একইসঙ্গে নতুন আবেদন এবং রিনিউয়াল আবেদন উভয়ই চালু করে দেওয়া হবে।

নতুন আবেদনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট

আবেদন শুরুর আগে ছাত্র ছাত্রীদের কিছু ডকুমেন্ট, এবং বিশেষ তথ্য অবশ্যই জেনে রাখা দরকার। আপনারা নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করে বিস্তারিত পড়ে নিন। যেমন –

উচ্চমাধ্যমিক পাশে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন শুরুর সম্ভাব্য তারিখসেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ
কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের রিনিউয়াল আবেদনের শুরুর তারিখ (SVMCM Renewal Date)অক্টোবর ২০২৩

সবকিছু ঠিকঠাক হয়ে গেলে অক্টোবর মাসেই প্রথম সপ্তাহ থেকেই আবেদন শুরু হয়ে যাবে।

রিনিউয়াল ছাত্র-ছাত্রীদের জন্য আপডেট

রিনিউয়াল আবেদনের ছাত্র-ছাত্রীদের, অর্থাৎ যারা আগের বছর আবেদন করেছিলে, তাদের আবেদনের জন্য শুধুমাত্র ভর্তির রিসিপ্ট এবং মার্কসিট রেজাল্ট লাগবে। অনেক ইউনিভার্সিটি পরীক্ষা হলেও রেজাল্ট এখনো বের হয়নি, বা মার্কসিট ছাত্রছাত্রীরা পায়নি। তাই সেক্ষেত্রে তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে, এবং রেজাল্ট প্রকাশিত হলে তারপর তারা আবেদন করতে পারবে।

যখন আবেদনের জন্য নোটিশ বের হবে, তখন আমাদের তরফ থেকে তোমাদের অবশ্যই আপডেট দেয়া হবে, তাই বেশি চিন্তা না করে আমাদের সঙ্গে যুক্ত থাকো

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -