WBCHSE: Online Portal for Higher Secondary School students! Various facilities including Result, Duplicate Marksheet, Certificate and Correction: August, 2023
ভবিষ্যৎ জীবনে পড়াশোনা কিংবা চাকরি সবক্ষেত্রেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট ও মার্কসিটের গুরুত্ব আমরা সকলেই জানি। আগে থেকেই উচ্চমাধ্যমিকের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানা যাচ্ছিল। চলতি বছরের এপ্রিল মাস থেকে স্কুলের পঠন-পাঠনের কাজও ওয়েবসাইটের মধ্যে মাধ্যমে চালু করা হয়েছে।
এতদিন পর্যন্ত উচ্চমাধ্যমিকের কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে তার ডুপ্লিকেট কপি বের করতে গিয়ে বা ডকুমেন্টসে কোনো ভুল থাকলে তা সংশোধন করতে গিয়ে আমাদের অনেক ভোগান্তি শিকার হতে হতো। তবে এখন পর্ষদ যে নিয়ম চালু করতে চলেছে সেই নিয়মে হয়তো এই সমস্যার সমাধান ঘটতে পারে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদএকটি ওয়েবসাইট চালু করতে চলেছে যার মাধ্যমে এই সমস্যার মুশকিল আসান এখন মানুষের হাতের মুঠোয় পৌঁছে যাবে।
WBCHSE New Student Portal 2023
উচ্চমাধ্যমিকের যে কোনো ডকুমেন্টসের ডুপ্লিকেট কপি (WBCHSE Duplicate Marksheet) ফেরৎ পাওয়া কিংবা ভুল সংশোধনের (Name Correction) জন্য আবেদনপত্র জমা দিতে হত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে গিয়ে। সমগ্ৰ পশ্চিমবঙ্গের মধ্যে এই অফিস রয়েছে হাতেগোনা মাত্র চারটি কলকাতা, মেদিনীপুর, বর্ধমান ও শিলিগুড়িতে। এত বড় রাজ্যের মধ্যে এই চারটি অফিস হওয়ায় মানুষের সমস্যা সমাধান হতে বহু সময় লেগে যেতো। এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? লিস্ট দেখে আবেদন করুন!
আগামী ১লা সেপ্টেম্বর থেকে এই সমস্ত কাজগুলি হবে ওয়েবসাইটের মাধ্যমে। পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করে জানানো হয়েছে যে এবার থেকে উচ্চমাধ্যমিকের ডকুমেন্টসের কফি ফেরত বা সংশোধনের জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আনা হচ্ছে।
কি কি পরিষেবা পাওয়া যাবে?
‘অনলাইন স্টুডেন্ট পোর্টাল’ এর মাধ্যমে-
- ডুপ্লিকেট রেজিস্ট্রেশন, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট মাইগ্রেশন ইত্যাদির জন্য আবেদন করা যাবে।
- রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেটে কোনও ভুল থাকলে তার সংশোধন করা যাবে ওই পোর্টালের মাধ্যমে।
কোথায় মিলবে এই পরিষেবা? অফিসিয়াল পোর্টালের লিংক
‘অনলাইন স্টুডেন্ট পোর্টাল’ চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পর্ষদ কর্তৃক ঘোষিত হয়েছে https://wbchseapp.wb.gov.in -এই ওয়েবসাইটে একটি নতুন অপশন যুক্ত করা হবে আগামী ১লা সেপ্টেম্বর থেকে।
এবার থেকে আবেদনকারীরা নিজেদের স্টুডেন্ট আইডি দিয়ে একাউন্ট বানিয়ে সমস্ত যাবতীয় কাজের জন্য আবেদন করতে পারবে।
সরাসরি লিংক: WBCHSE Student Portal ↗
মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Govt Scholarship 2023)
ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বাধ্যতামূলক ABC কার্ড! জানুন কিভাবে বানাবেন
এরপর উচ্চমাধ্যমিকের বিভিন্ন নথি হারিয়ে গেলে তা পাওয়ার জন্যও অনলাইনে আবেদন করার ব্যবস্থা চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এর পাশাপাশি পর্ষদ থেকে আরও জানানো হয়েছে যে অনলাইন পোর্টাল পুরোপুরি ভাবে চালু হয়ে গেলে অফলাইনের ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -