JMS স্কলারশিপ মেরিট লিস্ট প্রকাশিত হলো! দেখুন কারা পেল টাকা, নাম চেক করে নিন

JM Sethia Merit Scholarship Merit List Published, List of Selected Students 2023 (Check Now)

ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর! যারা জে.এম সেঠিয়া মেরিট স্কলারশিপ ২০২৩ – আবেদন করেছিলে তাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সংস্থার তরফ থেকে। কিভাবে অফিসিয়াল পোর্টালে নাম চেক করবেন, কিভাবে টাকা পাবেন – সমস্ত কিছু জানতে প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ুন।

JMS Scholarship Merit List 2023

দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য “JM Sethia Charitable Trust” সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা হয়। গত ৩১শে জুলাই, ২০২৩ এই স্কলারশিপ এর আবেদনের শেষ তারিখ ছিল। স্কুল থেকে কলেজ পড়ুয়া অনেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করেছিল। তাদের জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের (Selected Students) নাম ঘোষণা করেছে সংস্থা।

চূড়ান্ত তালিকায় 406 জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে » ক্লিক করে পড়ুন ↗

সেই সকল ছাত্র-ছাত্রী পূর্ব নির্ধারিত স্কলারশিপ বৃত্তির টাকা পেয়ে যাবে।

বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

কোর্স বা শ্রেণিস্কলারশিপের পরিমাণ
নবম এবং দশম শ্রেণীপ্রতি মাসে ৪০০ টাকা
একাদশ এবং দ্বাদশ শ্রেণী (মাধ্যমিক পাশ)প্রতি মাসে ৫০০ টাকা
স্নাতক স্তর (BA, BSc, BCom)প্রতি মাসে ৬০০ টাকা
স্নাতকোত্তর স্তর (MA, Msc)প্রতি মাসে ৭০০ টাকা
প্রফেশনাল কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি, আইন)প্রতি মাসে ১ হাজার টাকা

কিভাবে নাম চেক করবেন (Merit List Check)

প্রথমে আপনাকে “JMS Trust Scholarship” অফিসিয়াল পেজে যেতে হবে।

হোমপেজে “List of Students selected for Merit Scholarship Scheme 2023” একটি নোটিফিকেশনস স্ক্রল হচ্ছে, সেখানে ক্লিক করলেই আপনারা মেরিট লিস্ট পেজে চলে যাবেন।

আপনাদের সুবিধার জন্য সরাসরি লিংক দেওয়া রইল – Merit List Check

মেরিট লিস্টে আপনার ক্যাটাগরি বেছে নিতে হবে (যেমন- স্কুল পড়ুয়া, হাই স্কুল, কলেজ, প্রফেশনাল কোর্স) সেই অনুযায়ী Category A, B, C, D, O সেই লিস্টে নিজের নাম দেখতে পেয়ে যাবেন

আরো পড়ুন »

  1. মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই দুর্দান্ত স্কলারশিপ
  2. কেন্দ্রের নতুন স্কলারশিপ! পড়ুয়াদের ৯০০০ টাকা দেবে সরকার, তাড়াতাড়ি আবেদন করুন

স্কলারশিপের জন্য যারা নির্বাচিত হয়েছে তাদের অনেক অনেক অভিনন্দন! সংস্থার তরফ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা সরাসরি পাঠিয়ে দেয়া হবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -