Legrand Empowering Scholarship 2023-24 Buddy4Study Application Date Extended.
ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত খুশির খবর! Legrand Empowering স্কলারশিপ 2023 -এর আবেদনের শেষ তারিখ বাড়ানো হলো।
নতুন আবেদনের তারিখ সঙ্গে অন্যান্য সাম্প্রতিক কি আপডেট রয়েছে? সমস্ত কিছু জানতে প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ুন।
লিগ্র্যান্ড স্কলারশিপ আপডেট
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭০ শতাংশ নাম্বার পাওয়া ছাত্র-ছাত্রীরা এই প্রাইভেট স্কলারশিপের জন্য যোগ্য ছিল, যার আবেদনের শেষ তারিখ ছিল ৩১শে আগস্ট।
কিন্তু এই স্কলারশিপের আবেদন সংস্থা “Buddy4study”-এর তরফে এই স্কলারশিপের আবেদনের নতুন তারিখ প্রকাশ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ
নতুন আবেদনের শেষ তারিখ | ১০ই সেপ্টেম্বর, ২০২৩ |
এই Legrand Empowering Scholarship-এর অনুদান হিসেবে পড়ুয়ারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি-এর জন্য ৬০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক স্কলারশিপ পেতে পারে। এবং অন্যান্য সরকারি স্কলারশিপের সঙ্গেই আবেদন করতে পারবে।
স্কলারশিপ এর যোগ্যতা, কারা পাবে, ও আবেদনের অন্যান্য বিবরণ পেতে আমাদের পোর্টালে ইতিমধ্যে একটি বিস্তারিত পোস্ট রয়েছে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -