Aadhaar card link in students Bank Passbook Mandatory for Getting scholarship money!!
আজকের দিনে আধার কার্ডের গুরুত্ব কতটা সেটা আমরা সকলেই জানি! কোন ফর্ম ফিলাপ থেকে শুরু করে, রেশন কার্ড, সরকারি প্রকল্পের রেজিস্ট্রেশন এমনকি এখন পড়াশোনাতেও কার্ড লিঙ্ক বাধ্যতামূলক – উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন করার সময় তা জানায় সংসদ।
আর ছাত্রছাত্রীদের স্কলারশিপের বৃত্তি সরাসরি ব্যাংক একাউন্টে ক্রেডিট করানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই আধার লিঙ্ক না থাকার কারণে, স্কলারশিপের টাকা ট্রানজেকশন ফেল হয়ে যায়। তাই সেক্ষেত্রে অনেক ছাত্র-ছাত্রী সমস্যার মুখে পড়ে।
কিন্তু, আর চিন্তা করার কারণ নেই! আজকের প্রতিবেদনে আমরা ব্যাংক একাউন্ট এর সঙ্গে আধার কার্ডের লিংক ও অন্যান্য স্কলারশিপের লিংক – এই নিয়ে বিস্তারিত তুলে ধরেছি! তাই সম্পূর্ণ পোস্টটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
স্কলারশিপের সঙ্গে আধার লিংক
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী কিংবা SC/ST/OBC ওয়াসিস স্কলারশিপ – সব ক্ষেত্রেই এখনো আধার কার্ডের লিংক থাকতে হবে। এই জন্য আবেদন ফরম পূরণের সময় আধার কার্ডের তথ্য যোগ করতে হয়।
সে প্রসঙ্গে একটা কথা, ছাত্রছাত্রীদের আধার কার্ডের যে নাম থাকবে এবং স্কলারশিপ ফর্মে যে নাম থাকবে সেটি একই হতে হবে, নইলে টাকা ঢুকতে সমস্যা হয়।
ব্যাংক পাসবুকে আধার কার্ড লিঙ্ক
অনেক ছাত্র-ছাত্রী নিয়মিত ব্যাংকে লেনদেন করে না! শুধুমাত্র স্কলারশিপের বৃত্তি তোলা বা অন্যান্য ছোটখাটো লেনদেন করে। তাই সেক্ষেত্রে ব্যাংক একাউন্টের সঙ্গে পূর্বে আধার কার্ডের লিংক থেকে থাকলেও কখনো কখনো আধার কার্ডের লিংক ফেল হয়ে যায়।
আপনার একাউন্টে আধার লিঙ্ক আছে কিনা কিভাবে চেক করবেন?
ছাত্রছাত্রীরা যখন “স্টুডেন্ট একাউন্ট” খোলা হয়, সেগুলি আধার কার্ড দিয়েই খোলা হয়। সার্ভার প্রবলেম এর জন্য বা অন্য কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে কখনো কখনো সেই আধার কার্ডের লিংকে সমস্যা হয়ে যায়।
ছাত্রছাত্রীদের যে কোন সরকারি স্কলারশিপ এর আবেদনের আগে, তাদের ব্যাংকের শাখায় গিয়ে তাদের ব্যাংক পাস বুকের সঙ্গে আধার কার্ডের লিংকটা চেক করে নেয়া অবশ্যই দরকার।
আর যেসব পড়ুয়াদের বয়স ১৮ বছরের বেশি অর্থাৎ যারা মেজর, তাদের অ্যাকাউন্টে অবশ্যই KYC করার মাধ্যমে ব্যাংক একাউন্টকে “Major Savings Account” করতে হবে। তা না হলে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে না।
কিভাবে ব্যাংক একাউন্ট মেজর করবেন, তা নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আমাদের ইতিমধ্যেই রয়েছে, পড়তে চাইলে নিচে ক্লিক করুন –
ব্যাংক পাসবুকে আধার কার্ডের লিংক এবং স্কলারশিপ নিয়ে কোন ব্যক্তিগত সাহায্যের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -