How many Government Scholarships can a Student apply for? SVMCM, OASIS, Nabanna Scholarship, National, Aikyashree Scholarship for Westbengal Students.
ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী এবং অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে নানা স্কলারশিপ প্রকল্পের সুবিধা দিয়ে থাকে। সেটা মেরিট বা মেধাভিত্তিক, জাতি, পরিবারের আয় – বিভিন্নতার উপর নির্ভর করে।
কিন্তু স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আছে একজন ছাত্র বা ছাত্রী চাইলেই সব কটা প্রকল্প একসাথে আবেদন করতে পারে না। তো অফিসিয়াল কি নিয়ম-কানুন রয়েছে? কটা স্কলারশিপের আবেদন করা যাবে? টাকা পেতে কোন সমস্যা হবে কিনা – আজকের প্রতিবেদনে সেটাই তুলে ধরা হলো!
সরকারি স্কলারশিপ আবেদনের নিয়ম
যে সকল সরকারি স্কলারশিপের আবেদন ফরম ফিলাপ চলে – সেগুলি সমস্ত আপডেট আমরা সময়ের সময়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিই। কিন্তু ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা থাকে – যে তারা কি একসঙ্গে স্বামী বিবেকানন্দ, নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপ ফর্ম ফিলাপ করতে পারবে?
এক্ষেত্রে বিশেষভাবে বলে রাখা প্রয়োজন, প্রতিটি স্কলারশিপ বিশেষ ছাত্র-ছাত্রীদের জন্য – পড়ুয়ারা যেমন রেজাল্ট করবে, মার্কস পাবে তার উপর নির্ভর করে।
মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Govt Scholarship after Madhyamik 2023)
স্বামী বিবেকানন্দ ও নবান্ন স্কলারশিপ
পড়ুয়ারা একই সাথে স্বামী বিবেকানন্দ ও নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে না। যদি ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর পেলে তখনই নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) পাবে। ৬০ শতাংশের বেশি নম্বর পেলে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ বৃত্তি টাকা পাবে। আবেদন করতে ক্লিক করুন →
ঐক্যশ্রী ও ওয়েসিস স্কলারশিপ
যেসব সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী মাইনোরিটি (Aikyashree Scholarship) স্কলারশিপ-এর টাকা পায়, তারা obc-A হওয়া সত্বেও ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে পারবে না।
স্বামী বিবেকানন্দ ও ওয়েসিস স্কলারশিপ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পাশাপাশি ওয়েসিস স্কলারশিপে (OASIS) আবেদন করা যেতে পারে কিন্তু কিছু নিয়ম আছে!
- যদি শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ অনুমতি দেয় শুধুমাত্র তখনই দুটিতেই আবেদন করা যাবে।
কারণ স্কলারশিপ আবেদন ভেরিফিকেশন কাজ স্কুল ও কলেজ কর্তৃপক্ষই করে থাকে। তাই নিজের স্কুল বা কলেজের অথরিটির সাথে একবার কথা বলে নেওয়া প্রয়োজন।
ওয়েসিস ও নবান্ন স্কলারশিপ
নবান্ন স্কলারশিপে আবেদনের সঙ্গেই জাতিগত SC/ST/OBC স্কলারশিপ আবেদন করতে পারবে। কোন সমস্যা হবে না।
স্বামী বিবেকানন্দ ও ন্যাশনাল স্কলারশিপ
যেসব পড়ুয়ারা রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ বৃত্তি পেয়ে থাকে, তারা কেন্দ্র সরকারের ন্যাশনাল NSP- স্কলারশিপ পাবে না (National Scholarship Portal)।
গুরুত্বপূর্ণ আপডেট »
- ছাত্র-ছাত্রীদের ব্যাংক পাসবুকে আধার কার্ড লিঙ্ক নতুন আপডেট! না জানলে পাবেনা স্কলারশিপের টাকা!!
- পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আবেদন! শুরুর তারিখ জানালো বিকাশ ভবন
আমাদের গুরুত্বপূর্ণ সাজেশন – Can you apply for more than one scholarship?
যখনই কোন স্কলারশিপের জন্য ফরম পূরণ হয়, সেখানে লেখায় থাকে যদি অন্য স্কলারশিপ সুবিধা পাওয়া চলবেনা। সরকারি নিয়ম অনুসারে একজন পড়ুয়া এক সময়ে একটি স্কলারশিপের সুবিধা পাবে।
তাই সরকারি স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের পাশে আছি! কোনরূপ জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে – সরাসরি আমাদের হেল্পডেস্ক স্টুডেন্ট সাপোর্টে (Contact) যোগাযোগ করতে পারেন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -