Guider Magazine for Weekly Education and Scholarship News for Westbengal Students, Date- 10th, September 2023.
গত সপ্তাহের সমস্ত পড়াশোনা ও স্কলারশিপ-এর খবর এক ছাদের তলায় ডিজিটাল পত্রিকা হিসাবে আবারও প্রকাশ করা হলো ” দ্বিতীয় সংখ্যা”।
- কি কি স্কলারশিপ এর আবেদন চলছে?
- নতুন রাজ্য শিক্ষানীতি ২০২৩
ছাত্র-ছাত্রীদের জন্য “গাইডার” ম্যাগাজিন #02
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সপ্তাহের সমস্ত পড়াশোনা খবর, সরকারি-বেসরকারি স্কলারশিপ-এর আপডেট এবং পরীক্ষার খবর নিয়ে আবার হাজির গাইডার ম্যাগাজিনের সংখ্যা-২।
- অ্যালস্টম ইন্ডিয়া স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ২৪০০০ টাকা, অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন
- LIC Vidyadhan Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে এলআইসি! জানুন কীভাবে আবেদন
Guider পত্রিকা pdf ডাউনলোড
এই সপ্তাহের, ১০ই সেপ্টেম্বর রবিবারের ম্যাগাজিন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনারা নিচে ক্লিক করে PDF কপি ডাউনলোড করে নিতে পারেন –
গাইডার ম্যাগাজিন (০২) তারিখ: 10-09-2023 | Download PDF |
আর আপনি যদি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকেন ছাত্র-ছাত্রীদের কাছে এটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আর ছাত্র-ছাত্রীদেরকে বলব তোমরা অবশ্যই এটা নিজেদের অন্যান্য বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও। যাতে তারাও কোনো আপডেট মিস না করে।
ছাত্রছাত্রীদের ১০০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হল! জেনে নাও তোমরা কবে পাবে
বিশেষভাবে বলা প্রয়োজন, এটি কোন সরকারি অফিসিয়াল পত্রিকা নয়। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমাদের ওয়েস্টবেঙ্গল গাইডার পোর্টালের উদ্যোগে ডিজিটাল এবং সোশ্যাল মাধ্যমে এই সুবিধা ছাত্রছাত্রীদের বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -