Kotak Kanya Education Scholarship 2023 Eligibility & Online Application Process.
আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদের উচ্চশিক্ষা সর্বত্র সহজলভ্য নয়। সেটা অনেক ক্ষেত্রে টাকা পয়সার অভাবে আর্থিক কারণে, আবার অনেক সময় পরিবারের চাপে – কন্যা সন্তানরা তাদের পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারে না।
কোটাক এডুকেশন ফাউন্ডেশন ছাত্রীদের জন্য এক বড় ধরনের সুযোগ এনেছে। ছাত্রীদের স্কলারশিপ বৃত্তি দেওয়ার পাশাপাশি পড়াশোনায় মেন্টরসিপ, স্পোকেন ইংলিশ সঙ্গে স্কিল শেখানো সমস্তই থাকছে। আর এর জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনেই করতে পারবেন। কারা আবেদন করবেন থেকে কিভাবে আবেদন করবেন? – সম্পূর্ণ তুলে ধরা হলো আজকের পোস্টে। আর হ্যাঁ, পোস্টটা অবশ্যই শেয়ার করে দেবেন।
কোটক কন্যা স্কলারশিপ কী?
বহু সংস্থাই ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ এর ব্যবস্থা করে ঠিক ওই সংস্থাগুলির মত কোটাক মাহিন্দ্রা কোম্পানি এবং কোটক এডুকেশন ফাউন্ডেশন যুগ্মভাবে শুধুমাত্র ছাত্রীদের জন্য কোটক কন্যা স্কলারশিপের (Kotak Kanya Scholarship 2023-24) ব্যবস্থা করেছে।
স্কলারশিপের ধরন | প্রাইভেট স্কলারশিপ |
আবেদনের শেষ তারিখ | ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ |
আবেদন | অনলাইন পোর্টালে |
যে সমস্ত ছাত্রীদের পারিবারিক আয় 6 লক্ষ টাকার কম সেই সমস্ত ছাত্রীদের যদি একাডেমিক কোয়ালিফিকেশন ভালো থাকে তবে তারা এই স্কলারশিপটির সুবিধা পাবে।
কোটক কন্যা বৃত্তির পরিমাণ
- কোটক কন্যা স্কলারশিপের মাধ্যমে ছাত্রীরা বছরে দেড় লক্ষ (1.5 Lakh) টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে।
- টিউশন ফি, হোস্টেল ফি, ইন্টারনেট, পরিবহন, একাডেমিকের খরচ, এমনকি ল্যাপটপ, বই এবং স্টেশনারির খরচ এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
এই বৃত্তির যোগ্যতা – কারা আবেদন করতে পারবে
যে সমস্ত ভারতের নাগরিক ছাত্রীরা উচ্চ-মাধ্যমিক পাশ করার পর আরও পড়তে চান তারা এই সুযোগ পেতে পারেন। বর্তমানে ২০২৩ সালে যে সমস্ত ছাত্রীরা স্নাতক স্তরে ভর্তি হয়েছেন তারাই মূলত এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের পারিবারিক আয় বছরে 6 লক্ষ টাকার মধ্যে হতে হবে।
কোর্স | মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, এল.এল.বি কোর্স এছাড়াও অন্যান্য পেশাগত কোর্স যেমন ডিজাইন, আর্কিটেকচারে ভর্তি হতে হবে ছাত্রীদের। |
মার্কস | আবেদনকারীদের 85% বা তার বেশি নম্বর সহ 12 শ্রেণী উত্তীর্ণ হতে হবে। |
আয় | পরিবারের বার্ষিক আয় 6 লক্ষ টাকার কম হতে হবে। |
আরো পড়ুন » JK Lakshmi Vidya স্কলারশিপ! স্কুল থেকে কলেজ পড়ুয়া সবাই পাবে ১০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা
কোটক কন্যা স্কলারশিপে আবেদনের পদ্ধতি (Form Fill Up)
Kotak Kanya Scholarship 2023- এর আবেদন শুরু হয়ে গিয়েছে, এবং আপনারা নিজেদের মোবাইলে অনলাইনই করতে পারবেন। আবেদন করার আগে আপনাদের কিছু কাগজপত্র রেডি রাখতে হবে।
আবেদন করবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এই স্কলারশিপে আবেদনের সময় যে সকল নথীপত্র সঙ্গে রাখতে হবে –
1) পরীক্ষার রেজাল্টের কপি।
2) যদি জয়েন্ট এন্ট্রান্সের স্কোর করা থাকে তাহলে তার রেজাল্টের কপি।
3) আধার কার্ডের কপি।
4) প্যান কার্ডের কপি।
5) অভিভাবকের বার্ষিক আয় সার্টিফিকেটের কপি।
অনলাইনে আবেদন প্রক্রিয়া (Online Apply)
এই স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত পদ্ধতিটি অনুসরণ করতে হবে।
1) প্রথমে ‘কোটক কন্যা বৃত্তি 2023’ অফিসিয়াল আবেদন পৃষ্ঠায় যান, আপনাদের সুবিধার জন্য লিংক নিচে দেওয়া রইল।
অফিশিয়াল পেজে আপনারা সমস্ত বিবরণ পড়ে নিতে পারেন।
2) ছবিতে ক্লিক করে বা ‘Apply Now’ অপশনে ক্লিক করুন।
3) আবেদন করার জন্য প্রয়োজনীয় বিবরণগুলি সঠিকভাবে পূরণ করুন।
4) প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন ও ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’-এ ক্লিক করুন।
‘প্রিভিউ’ এ ক্লিক করে দেখে নিন আপনি সঠিকভাবে ফর্মটি পূরণ করেছেন কিনা, যদি ভুল ত্রুটি কিছু থাকে তাহলে যথাযথভাবে পূরণ করুন।
আরো কিছু প্রাইভেট স্কলারশিপ »
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -