Digjoyti Scholarship 2023-24 Apply Online Form Fill Up Official Site: উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য ছাত্র ছাত্রীদের নানা ভাবে আর্থিক সহায়তা করা হয়। বিশেষ ভাবে যে সব ছাত্র ছাত্রী আর্থিক কারণে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনা, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়। আমাদের দেশে সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন স্কলারশিপের ব্যাবস্থা রয়েছে, তেমনই বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকেও নানা স্কলারশিপ প্রদান করা হয়। আর এমনই একটি স্কলারশিপ হলো দিগজ্যোতি স্কলারশিপ।
২০২৩-‘২৪ শিক্ষাবর্ষের জন্য দিগজ্যোতি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। আবেদন করতে কী যোগ্যতা লাগবে? কী সুবিধা পাওয়া যাবে এবং কীভাবে আবেদন করতে হবে? তার সম্পূর্ণ বিবরণ নিম্নে দেওয়া হলো।
দিগজ্যোতি স্কলারশিপ ২০২৩ (Digjoyti Scholarship 2023)
দিগজ্যোতি চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্ট কর্তৃক দিগজ্যোতি স্কলারশিপ প্রদান করা হয়, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের যারা আর্থিক ভাবে দুর্বল। আর্থিক কারণে যাতে পড়াশোনায় বাধা না হয়, সে কারণে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রতি বছর ১০,০০০ টাকা করে বৃত্তি পেয়ে থাকে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
এই স্কলারশিপের প্রতি বছর ১০,০০০ টাকা করে ২ বছর দেওয়া হবে। ২ বছরের জন্য এই স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে। যেটি ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষের জন্য বিশেষ ভাবে আর্থিক সুবিধা প্রদান করবে দরিদ্র, অনাথ, দুস্থ এবং ভিন্নভাবে অক্ষম ছাত্র-ছাত্রীদের।
দিগজ্যোতি স্কলারশিপে আবেদন করতে কী যোগ্যতা লাগবে? (Required Qualification)
দিগজ্যোতি স্কলারশিপে আবেদন করার জন্য যে যে যোগ্যতা লাগবে, তা নিম্নে উল্লেখ করা হলো-
- যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যেকোন সরকার স্বীকৃত বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
আরোও পড়ুন » স্বামী বিবেকানন্দ ও ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে বড় আপডেট ! নোটিশ দিল বিকাশ ভবন
আবেদন প্রক্রিয়া (Application Process)
যোগ্য ছাত্র-ছাত্রী নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন-
- প্রথমে আবেদনকারীকে দিগজ্যোতির অফিসিয়াল ওয়েবসাইট www.digjyoti.org এ যেতে হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
- আবেদনপত্র ডাউনলোড করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। সঙ্গে এক কপি কালার ছবি আবেদন পত্রের লাগিয়ে দিতে হবে এবং নিজের স্বাক্ষর করতে হবে।
- এরপর আবেদনপত্র যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, সেই প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে হবে।
- এরপর সমস্ত ডকুমেন্ট সহ আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
দিগজ্যোতি স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত নথি গুলো অবশ্যই জমা করতে হবে।
- মাধ্যমিকের মার্কশিট।
- নতুন ক্লাসে অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির রশিদ
- আইডেন্টিটি গ্রুপ হিসেবে আধার কার্ড।
- আবেদনকারীর সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
- ব্যাংকের পাসবুক।
আরো পড়ুন » এবার সকল ছাত্র-ছাত্রী পাবে স্কলারশিপ টাকা! নতুন উদ্যোগ রাজ্য সরকারের! জেনে নিন তাড়াতাড়ি
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Application Last Date)
আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত দিগজ্যোতি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলবে।
আরোও পড়ুন » Private Scholarship: সেপ্টেম্বর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে !
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Chairman DIGJYOTI,C/24, HIG, Housing Board Colony, Baramunda, Bhubaneswar- 751003
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -