Reliance Foundation Undergraduate Scholarships 2023-24: দারিদ্র সীমার নিচে বসবাসকারী এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সফল পেশাদার হতে এবং তাদের স্বপ্নগুলিকে বাস্তবায়নের জন্য বহু সময় বহু সংস্থা স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করে থাকে। এই সংস্থাগুলি তাদের স্কলারশিপের মাধ্যমে নিজেদের সম্প্রদায়গুলিকে উন্নীত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য ভারতবর্ষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার চেস্টা করে।
আজকের এই লেখার মাধ্যমে আমরা রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। কিভাবে শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন? আবেদন করার যোগ্যতাই বা কি? সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ এই আর্টিকেলটি পড়ুন।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ প্রোগ্রাম 2023
আমরা সকলেই রিলায়েন্স কোম্পানির নাম শুনেছি। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। এই কোম্পানির একটি স্কলারশিপের নাম রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ। এই সংস্থা 1996 সাল থেকে ধীরুভাই আম্বানি স্কলারশিপ এবং রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের মাধ্যমে 18,000 টিরও বেশি যুবক-যুবতীকে বৃত্তি প্রদান করে আসছে। 2022-23 সালে এই সংস্থা 40,000টি আবেদনের মধ্যে থেকে 5,000 স্কলারকে যোগ্যতা এবং পারফরম্যান্সের ভিত্তিতে বৃত্তি প্রদান করেছিল।
এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের স্নাতক কোর্সের প্রথম বর্ষের যেকোনো বিভাগে পাঠরত হতে হবে। বর্তমান সময়ে 2023-24 সালের জন্য রিলায়েন্স স্কলারশিপ প্রোগ্রামে আবেদন চলছে। আবেদন করা যাবে 15 অক্টোবর 2023 পর্যন্ত।
এই স্কলারশিপের সুবিধা কি?
এই স্কলারশিপে শিক্ষার্থীদের স্নাতক কোর্সের প্রথম বর্ষের যে কোনো বিভাগে পাঠরত হতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স চলাকালীন সময়ে 2 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। এখানে মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এইবার স্কলারশিপের জন্য 5,000 জন স্কলারকে বেছে নেবেন রিলায়েন্স গ্রুপ।
LIC Vidyadhan Scholarship: স্কুল ও কলেজ পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে এলআইসি! জানুন কীভাবে আবেদন
আবেদনের যোগ্যতা
- শিক্ষার্থীদের অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে।
- 60% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
- ভারতের যেকোনো একটি কলেজে ফুল-টাইম স্নাতক ডিগ্রি প্রোগ্রামে প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
- যোগ্যতার বিচারের জন্য পরীক্ষা বাধ্যতামূলক।
কিভাবে আবেদন করবেন? Online Application Form Fill Up
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2023-24 বর্ষের জন্য আবেদন করতে প্রথমে রিলায়েন্স ফাউন্ডেশনের ওয়েবসাইটে যান। আপনাদের সুবিধার জন্য এপ্লাই লিংক নিচে –
- UG Scholarship অপশন এরপর এপ্লাই নাও অপশনে ক্লিক করুন।
- রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ফর্মটি যথাযথভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
Reliance UG Scholarship 2023-24
প্রয়োজনীয় ডকুমেন্টস
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কপি
- স্নাতক কোর্সে ভর্তি এবং পেমেন্টের রশিদ কপি
- আধার কার্ড ও পাসপোর্ট সাইজের ফটো।
- পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেটের কপি।
- ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
সেরা কিছু প্রাইভেট স্কলারশিপ:
- Siemens Scholarship: ছাত্রছাত্রীরা টিউশন ও হোস্টেল ফি স্কলারশিপ পাবে! অনলাইনে আবেদন করুন
- JK Lakshmi Vidya স্কলারশিপ! স্কুল থেকে কলেজ পড়ুয়া সবাই পাবে ১০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা
আবেদন সম্পূর্ণ হলে ফর্ম ফিলাপের সময় শিক্ষার্থীরা জি মেইল আইডিটি দিয়েছিলেন সেই ইমেইল আইডিতে সমস্ত তথ্য পৌঁছে যাবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -