DigJyoti NEMI Chand Jain Scholarship 2023-24 Apply Online Form Fill Up: অনেক দরিদ্র মেধাবী পড়ুয়া তাদের মেধা থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষার জন্য শিক্ষা গ্রহণ করতে পারে না। সেই সকল মেধাবী পড়ুয়াদের উদ্দেশ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উদ্যোগে নানান স্কলারশিপ দেওয়া হয়।
সরকারি স্কলারশিপের পাশাপাশি বিভিন্ন সংস্থা মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ দিয়ে থাকে। এমনই একটি জনপ্রিয় একটি বেসরকারি স্কলারশিপ হল NEMI Chand Jian Scholarship।
এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন? এবং আবেদন প্রক্রিয়ার সহ বিস্তারিত জানতে সম্পন্ন প্রতিবেদনটি করুন।
NEMI Chand Jain Scholarship কি?
জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হল NEMI Chand Scholarship। দিগজ্যোতি চ্যারিটেবল এডুকেশনাল ট্রাস্ট (DigJyoti)-এর তরফ থেকে এই স্কলারশিপটি পড়ুয়াদের দেওয়া হয়। চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
NEMI Chand Scholarship দরিদ্র মেধাবী পড়ুয়াদের স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের প্রতি বছর ১২,০০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। এ স্কলারশিপ সুবিধা পড়ুয়ারা দু বছরের জন্য পাবে।
আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে? (Eligibility Criteria)
NEMI Chand Jain Scholarship এ আবেদন করার জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-
- এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়া এবং পড়ুয়ার পরিবারকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই স্নাতক কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
অবশ্যই পড়ুন » Private Scholarship: সেপ্টেম্বর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে! টাকা পেতে আবেদন করুন
আবেদন ফরম ফিলাপ প্রক্রিয়া (Application Process)
জনপ্রিয় এই বেসরকারি স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- NEMI Chand স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আপনাদের সুবিধার জন্য ফরম PDF ডাউনলোড করার লিংক দেওয়া থাকবে।
- এরপর আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে।
- এরপরে আবেদন পত্রে নিজের স্বাক্ষর করতে হবে এবং পড়উয়আ যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে।
- এরপর আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে অথবা নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
NEMI Chand স্কলারশিপে আবেদন করার সময় পড়ুয়াদের যেসকল নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
- উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
- কলেজে ভর্তির রশিদ।
- আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড।
- ব্যাংকের পাসবুক।
- আবেদনকারীর সম্প্রতি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের জন্য NEMI Chand স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা –
The Chairman DIGJYOTI, C/24, HIG, Housing Board Colony, Baramunda, Bhubaneswar- 751003 (Check – Official Website)
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -