JK Lakshmi Vidya Scholarship for Class 5-10, 11, 12, UG College, Diploma, ITI, PG Courses, Amount Upto Rs 30000 to 40000 Annual.
রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভইয় মেধাবী দরিদ্র পড়ুয়াদের জন্য নানান স্কলারশিপ চালু করেছেন। কিন্তু একজন পড়ুয়া শুধুমাত্র একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে, তাই পরিবারের সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি কিছু বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে চায়। কিন্তু পড়ুয়ারা বেশিরভাগ বেসরকারি স্কলারশিপ সম্বন্ধে অবগত থাকে না।
আজকের এই প্রতিবেদনটিতে নতুন একটি বেসরকারি স্কলারশিপ JK Lakshmi Vidya Scholarship সম্বন্ধে বিস্তারিত জানাবো। এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন? এবং কি কি নথিপত্র প্রয়োজন? এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
JK Lakshmi Vidya Scholarship 2023 কি
JK Lakshmi Vidya Scholarship হল একটি বেসরকারি স্কলারশিপ। JK Lakshmi সিমেন্ট কোম্পানির উদ্যোগে এবং বিদ্যাসারথি পোর্টালের সাথে সহযোগিতার একটি প্রকল্প যা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
এই স্কলারশিপে নির্বাচিত সকল ছাত্রছাত্রীকে তাদের কোর্স অনুযায়ী বৃত্তি দেওয়া হয়।
কোর্স | টাকার পরিমান |
পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী | ৫০০০ টাকা |
নবম ও দশম শ্রেণী | ১০০০০ টাকা |
একাদশ ও দ্বাদশ শ্রেণী | ১০০০০ টাকা |
আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী কলেজ স্টুডেন্ট | ৩০০০০ টাকা |
আই.টি.আই স্টুডেন্ট | ১০০০০ টাকা |
ডিপ্লোমা কোর্স | ১৫০০০ টাকা |
স্নাতকোত্তর কোর্স | ৪০০০০ টাকা |
প্রয়োজনীয় যোগ্যতা (Required Qualification)
এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি নিম্নে বর্ণিত রয়েছে।
1) এই স্কলারশিপে আবেদন শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা করতে পারবে।
2) এই স্কলারশিপে পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত পড়ুয়ারাই আবেদন করতে পারবে। উচ্চমাধ্যমিক স্তরের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বিভাগের (Science,Arts, Commerce) পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও স্নাতক ডিগ্রি জেনারেল এবং প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রাজুয়েশন, যে সকল ছাত্র-ছাত্রীরা ITI এবং Diploma করছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
3) ছাত্র ও ছাত্রী উভয়েই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
4) পড়ুয়ার পরিবারের বার্ষিক ইনকাম ৫ লক্ষ টাকার কম হতে হবে।
5) এই স্কলারশিপে সমস্ত কাস্টের (SC,ST,OBC-A,OBC-B & General) পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
প্রয়োজনীয় কাগজপত্র (Required Document)
এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের যে সকল ডকুমেন্টের প্রয়োজন সেগুলো অনলাইনে আবেদন করার সময় আপলোড করতে হবে। এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কি কি নথীপত্রের প্রয়োজন।
1) আবেদনকারীর Identity Proof। (যেমন:- আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)।
2) আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র।
3) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
4) বিগত পরীক্ষার মার্কশীট।
5) স্কুল অথবা কলেজে ভর্তির চিঠি বা বোনাফাইড সার্টিফিকেট ইনস্টিটিউট।
6) স্কুল অথবা কলেজে ভর্তির ফি রশিদ।
7) আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
8) আবেদনকারীর ব্যাংকের পাশবুক।
আবেদন শুরু করার আগেই এই কাগজপত্র গুলো অবশ্যই হাতের কাছে রাখবেন।
বিদ্যাসারথি স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৪০০০০ টাকা, অনলাইনে আবেদন পদ্ধতি জেনে নিন
আবেদনের সময়সীমা (Application Date)
JK Lakshmi Vidya Scholarship এ চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২২-’২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া ৩১ই জুলাই, ২০২৩ তারিখ শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ৩০ ই সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।
আরও স্কলারশিপ আপডেট:
- বর্তমানে যে সকল প্রাইভেট স্কলারশিপ ফর্ম ফিলাপ চলছে! লিস্ট দেখে আবেদন করুন
- নতুন প্রাইভেট স্কলারশিপ! পড়ুয়ারা পাবে ৪০ হাজার টাকা, অনলাইনে আবেদন জেনে নিন
স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?
স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপ আবেদনের সরাসরি লিংক আমাদের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে পেয়ে যাবেন। আবেদনের বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেটা দেখে আপনারা নিজেদের মোবাইল থেকে আবেদন করতে পারবেন।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -