জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: পড়ুয়ারা পাবে ৪৮০০০ টাকা, জানুন কিভাবে আবেদন করবেন

Last Updated:

Jagadis Bose Scholarship JBNST 2023: বর্তমানে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা শুধুমাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা চালিয়ে যেতে পারছে না। কিন্তু তাদের চিন্তার দিন শেষ! পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত একটি জনপ্রিয় স্কলারশিপ হল জগদীশচন্দ্র বসু স্কলারশিপ (JBNSTS)। এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন জগদীশচন্দ্র বসু স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?, এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র? এছাড়াও এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

জগদীশচন্দ্র বসু স্কলারশিপ কি? (JBNSTS Scholarship 2023)

জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (JBNST), কলকাতা হল এই সংস্থাটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা উন্নীত হয় এবং রাজ্য সরকার, শিক্ষাবিদ এবং শিল্পের প্রতিনিধিদের সাথে একটি গভর্নিং বডি দ্বারা পরিচালিত হয় (Jagadis Bose National Science Talent Search Scholarship)। পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আরো বেশি আগ্রহী করতে তারা প্রতিবছর এই স্কলারশিপ প্রদান করে।

বৃত্তির নামজগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স স্কলারশিপ
যোগ্যতামেধা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে
আবেদন শুরুর তারিখ01/06/2023
আবেদনের শেষ তারিখ31/07/2023
পরীক্ষার তারিখ20/08/2023
অফিসিয়াল ওয়েবসাইটwww.jbnsts.ac.in
হোমপেজWBGuider

জগদীশচন্দ্র বসু স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সকল পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্যে আর্থিক অনুদান পাবে। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা জগদীশচন্দ্র বসু স্কলারশিপের সুবিধা পাবে। তার সঙ্গে প্রার্থীকে একটি মেধা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে (Exam)। এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে-

  • 1) জগদীশচন্দ্র বোস জুনিয়র মেধাবৃত্তি
  • 2) জগদীশচন্দ্র বোস সিনিয়র মেধাবৃত্তি

বৃত্তির পরিমান (Scholarship Amount)

  1. জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির জন্য নির্বাচিত প্রার্থীদের 2 বছরের জন্য প্রতি মাসে 1,250 টাকা দেওয়া হবে (ক্লাস 11 এবং 12) এছাড়াও এককালীন বই কেনার জন্য বার্ষিক 2,500 টাকা দেওয়া হবে।
  2. জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির জন্য যোগ্য প্রার্থীদের স্নাতক কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 4,000 টাকা, এছাড়াও এককালীন বই কেনার জন্য বার্ষিক 5000 টাকা দেওয়া হবে।

জগদীশচন্দ্র বসু স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন (Jagadis Bose Scholarship Eligibility Criteria)

জগদীশচন্দ্র বসু স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-

1) জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তি:

  • i) জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে পড়ুয়াকে ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। (75% Marks in Madhyamik)
  • ii) মাধ্যমিকের পরে ছাত্রছাত্রীকে অবশ্যই একদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে (Science Stream Admission) ভর্তি হতে হবে।
  • iii) প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞান এই বিষয়গুলির মধ্যে থেকে তিনটে বিষয় অবশ্যই ক্লাস 11 নিতে হবে।

2) জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তি:

  • i) জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীকে ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।
  • ii) মৌলিক বিজ্ঞান (সাম্মানিক) [BSc (Hons)]/ ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে স্নাতকস্তরে পড়াশুনা করতে হবে।
  • iv) প্রার্থীদের অবশ্যই পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞান এই বিষয়গুলির মধ্যে থেকে তিনটে বিষয় অবশ্যই ক্লাস 11 এবং ক্লাস 12 এ থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Document)

  1. জগদীশচন্দ্র বসু স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ও ক্লাস 12 অর্থাৎ উচ্চমাধ্যমিকের মার্কশিট প্রয়োজন
  2. ছাত্রছাত্রীর স্বাক্ষর (Signature)
  3. সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি (Passport Photograph)
  4. একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে
  5. একটি বৈধ মোবাইল ফোন নম্বর থাকতে হবে

আরো পড়ুন » বিজ্ঞানী কন্যা স্কলারশিপ: ছাত্রীদের দিচ্ছে ৫০০০০ টাকা পর্যন্ত, জানুন কারা পাবে ?

আবেদন পদ্ধতি (Application Process)

জগদীশচন্দ্র বোস স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  1. প্রথমে আপনাকে জগদীশচন্দ্র বোস স্কলারশিপে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। জগদীশচন্দ্র বোস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি www.jbnsts.ac.in
  2. এরপর আপনি কি জগদীশচন্দ্র বোস জুনিয়র বৃত্তির জন্য আবেদন করতে চান না জগদীশচন্দ্র বোস সিনিয়র বৃত্তির জন্য আবেদন করতে চান তার জন্য নির্দিষ্ট বিকল্পটি বেচে নিতে হবে
  3. পরবর্তীতে আপনার সামনে সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে। (Open Application Form)
  4. এরপর এই বৃত্তির জন্য প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়ার এর সম্পূর্ণ করতে পারবেন।

আবেদন ফি (Application Fees)

JBNSTS জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য আবেদন ফি ১০০ টাকা এবং JBNSTS সিনিয়র বৃত্তি পরীক্ষার জন্য আবেদন ফি ২০০ টাকা। আবেদন প্রার্থীরা আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -