পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর! NMMS Scholarship 2023, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের বার্ষিক ১২০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে । এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল রাজ্যের সমস্ত দরিদ্র পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান করা। আপনিও যদি এই স্কলারশিপ এর সুবিধা ভোগ করতে চান তাহলে খুব সহজেই আবেদন করতে পারবেন। আবেদন করার সম্পূর্ন পদ্ধতি নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
NMMS Scholarship কি? (ন্যাশনাল মেরিট স্কলারশিপ)
NMMS এর পুরো অর্থ হল ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (National Means cum Merit Scholarship Scheme)। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় মেধাবৃত্তি। এই স্কলারশিপ এর উদ্দেশ্য হল মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা প্রতিবছর ১২০০০ টাকা মেধাবৃত্তি পেয়ে থাকে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২৫-ই জুলাই পর্যন্ত।
আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Requirements to Apply NMMS Scholarship)
NMMS Scholarship এর সুবিধা লাভের ক্ষেত্রে পড়ুয়াদের একটি মেধাবৃত্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে। যদি কোন পড়ুয়া ওই মেধাবৃত্তি পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয় তাহলে সেই পড়ুয়া এই স্কলারশিপের জন্য যোগ্য।
- পড়ুয়াকে এবং পড়ুয়ার পরিবারকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- অবশ্যই সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ৩,৫০,০০০/- টাকার কম হতে হবে।
- এই মেধাবৃত্তি পরীক্ষায় বসার জন্য ছাত্র-ছাত্রীদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ নাম্বার নিয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
- অষ্টম শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং এরপর নবম শ্রেণীর নিয়মিত পড়ুয়া হতে হবে।
- একাদশ শ্রেণীতে এই বৃত্তির সুবিধা লাভের জন্য পড়ুয়াদের দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর নিয়ে সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
- দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপ পাওয়ার জন্য একাদশ শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
NMMS স্কলারশিপের মাধ্যমে রাজ্যের সকল পড়ুয়ারা প্রতিবছর বার্ষিক ১২,০০০ টাকার বৃত্তি পাবে অর্থাৎ প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পাবে। বৃত্তিটি প্রতি বছর নবায়ন (Renewal) করা যাবে। এই বৃত্তির টাকা পড়ুয়ারা অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পেয়ে থাকে। এই বৃত্তের টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে।
ন্যাশনাল মেরিট স্কলারশিপে আবেদন পদ্ধতি (NMMS Scholarship Apply Process)
শিক্ষার্থীরা যদি NMMS-এর জন্য আবেদন করতে চায় সেক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই এই স্কলারশিপে আবেদনের যোগ্য হতে হবে। শুধুমাত্র যোগ্য ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে।
NMMS স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- প্রথমত আবেদনকারীকে NMMS স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) যেতে হবে।
- এরপর ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে (NSP) রেজিস্ট্রেশন করার পরে প্রার্থীর একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি করা হয়। এই অ্যাপ্লিকেশন আইডি NSP-এ ‘লগইন আইডি’ হিসেবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য ব্যবহার করা হয়।
- নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রাক-ম্যাট্রিক বৃত্তি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য পোস্ট ম্যাট্রিক বৃত্তি বিভাগের অধীনে আবেদন করতে হবে।
- এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। (Documents Upload)
- সমস্ত পূরণ করা তথ্য সঠিক তা নিশ্চিত করার পরে, আবেদনকারীকে পূরণ করা আবেদন পত্রটি জমা করতে হবে অর্থাৎ ফাইনাল সাবমিট করতে হবে।
আরও পড়ুন » ন্যাশনাল স্কলারশিপ ২০২৩: যোগ্যতা, অনলাইন আবেদন (NSP Scholarship 2023)
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
NMMS একটি কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ, এই স্কলারশিপের নির্বাচন পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে আবেদনকারীকে দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সর্বোচ্চ 90 মিনিটের মধ্যে প্রতিটি পরীক্ষা শেষ করতে হবে।
প্রথমটি হল মানসিক ক্ষমতা পরীক্ষা (MAT), এই পরীক্ষাটি 90টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ Question) নিয়ে গঠিত।
দ্বিতীয়টি হলো স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (SAT), এই পরীক্ষাটিও 90টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে গঠিত।
আবেদনের সময়সীমা (Application Duration)
২৩.০৬.২০২৩ থেকে ২৫.০৭.২০২৩ তারিখের মধ্যে পড়ুয়ারা www.scholarships.wbsed.gov.in -এ অনলাইন আবেদন করতে পারবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য www.banglarshiksha.gov.in -এ পাওয়া যাবে। এছাড়া, প্রযে়াজনে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা), অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা)-এর কার্যালযে় যোগাযোগ করা যেতে পারে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -