MHRD স্কলারশিপ 2023: প্রত্যেক পড়ুয়া পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন

Last Updated:

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD) প্রতি বছর দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান করে। প্রতিবছরের মতো এবছরও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে ২০২৩ সালের জন্য স্কলারশিপের ঘোষণা করা হয়েছে (MHRD Scholarship 2023)।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দুই ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে একটি হল জাতীয় স্তরে এবং অপরটি হল বাহ্যিক স্তরে। MHRD এর বিভাগ দ্বারা জাতীয় স্তরের স্কলারশিপগুলি পরিচালনা করা হয় এবং অন্যান্য দেশের সহযোগিতায় বাহ্যিক স্তরের স্কলারশিপ দেওয়া হয়। MHRD স্কলারশিপের আবেদনের যোগ্যতা কি প্রয়োজন? এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? কোন স্কলারশিপে কত টাকা পাবেন – সমস্ত কিছু জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।

MHRD স্কলারশিপ কি? (MHRD Scholarship)

MHRD Scholarship মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত, মূল উদ্দেশ্য হল দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। জাতীয় স্তরের স্কলারশিপ এবং বাহ্যিক তাদের স্কলারশিপ গুলিরও আবার কয়েকটি ভাগ রয়েছে।

1) সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ (Central Sector Scheme of Scholarship)

a) যোগ্যতা:-

i) এআইসিটিই, ডিসিআই, বা এমসিআই স্বীকৃত কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ।
ii) দ্বাদশ শ্রেণীতে সর্বনিম্ন ৮০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
iii) পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
iv) পড়ুয়াদের অবশ্যই পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

b) আবেদন পদ্ধতি:-

পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) এর মাধ্যমে এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

c) নির্বাচন পদ্ধতি:-

পড়ুয়াদের মেধার ভিত্তিতে এই স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। প্রতিষ্ঠান স্তর এবং রাজ্য বোর্ড শিক্ষা স্তর থেকে আবেদনের যাচাই করুন করা হবে।

d) বৃত্তির পরিমাণ:-

  • i) স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য বার্ষিক ১০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।
  • ii) স্নাতকোত্তর স্তরে ২০ হাজার টাকা
  • iii) প্রফেশনাল কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের ২০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।

আবেদনের সময়কাল:- জুলাই থেকে অক্টোবরের মধ্যে।

বিস্তারিত পড়ুন » Central Sector স্কলারশিপ (প্রতি বছর 20000 টাকা) শিক্ষার্থীদের জন্য

2) National Scheme of Incentive to Girls for Secondary Education (NSIGSE)

a) যোগ্যতা:-

  • i) এই স্কলারশিপটি শুধুমাত্র SC এবং ST সম্প্রদায় ভুক্ত মেয়ে পড়ুয়াদের জন্য।
  • ii) এক্ষেত্রে পড়ুয়াকে অষ্টম শ্রেণীতে সফলভাবে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীর পড়াশুনা চালিয়ে যেতে হবে।
  • iii) শুধুমাত্র ১৬ বছরের কম বয়সী অবিবাহিত মেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

b) আবেদন পদ্ধতি:-

পড়ুয়ারা NSP -পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে অথবা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অফলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

c) নির্বাচন পদ্ধতি:- সমস্ত যোগ্য মেয়েরা এই স্কলারশিপের জন্য নির্বাচিত হবে।

d) বৃত্তির পরিমাণ:- সমস্ত যোগ্য মেয়েরা এই স্কলারশিপ এর মাধ্যমে ৩ হাজার টাকার বৃত্তি পাবে।

আবেদনের সময়কাল:- আগস্ট থেকে অক্টোবরের মধ্যে।

3) ন্যাশনাল মেরিট স্কলারশিপ (National Means Cum Merit Scholarship)

a) যোগ্যতা:-

  • i) বৃত্তির নির্বাচন পরীক্ষায় বসার জন্য পড়ুয়াকে সপ্তম শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
  • ii) পড়ুয়ার পারিবারিক ইনকাম ১.৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • iii) এই বৃত্তেরই নবম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য যাতে তারা দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের পড়াশোনা অব্যাহত রাখতে পারে। এক্ষেত্রে তারা স্কলারশিপ-এর নবায়ন (Renewal) করাতে পারে।
  • iv) এই বৃত্তির সুবিধা লাভের জন্য পড়ুয়াকে অবশ্যই অষ্টম শ্রেণীতে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

b) আবেদন পদ্ধতি:- পড়ুয়ারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) এর মাধ্যমে এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

c) নির্বাচন পদ্ধতি:- পড়ুয়াদের মেধার ভিত্তিতে এই স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। যেমন মানসিক ক্ষমতা পরীক্ষা (MAT) এবং স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট (SAT)।

d) বৃত্তির পরিমাণ:- পড়ুয়াদের বার্ষিক ৬০০০ টাকা অর্থাৎ মাসিক ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আবেদনের সময়কাল:- জুলাই থেকে অক্টোবরের মধ্যে।

বিস্তারিত পড়ুন » NMMS স্কলারশিপ: শিক্ষার্থীদের ১২০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার

3) প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ (PMRF)

a) যোগ্যতা:-

  • i) যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে প্রথম বর্ষে অধ্যয়ন করছে বা IITs, IIISc, NITs, IISERs, IIITs থেকে B.Tech, M.Tech বা ইন্টিগ্রেটেড MSc সম্পন্ন করেছে তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • ii) UCEED, JEE, KVPY বা SCB এর মাধ্যমে ভর্তি হওয়া পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

b) আবেদন পদ্ধতি:- পড়ুয়ারা PMRF পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করুন।

c) নির্বাচন পদ্ধতি:-

দুটি পর্যায়ে নির্বাচন করা হয়ে থাকে প্রথমত পরিচালকদের দ্বারা একটি তালিকা প্রকাশের মাধ্যমে এবং দ্বিতীয়ত লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হয়ে থাকে।

d) বৃত্তির পরিমাণ:-

  • i) অধ্যায়নের প্রথম এবং দ্বিতীয় বছরে মাসে ৭০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
  • ii) অধ্যায়নের তৃতীয় বর্ষে ৭৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
  • iii) অধ্যায়নের চতুর্থ এবং পঞ্চম বছরে মাসে ৭০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের সময়কাল:- মার্চ থেকে এপ্রিলের মধ্যে।

4) AICTE প্রগতি স্কলারশিপ

a) যোগ্যতা:-

  • i) AICTE স্বীকৃত ডিপ্লোমা বা ডিগ্রী কোর্সের প্রথম বর্ষে ভর্তি হওয়া মেয়েদের এই কলারশিপ প্রদান করা হয়।
  • ii) ছাত্রীর পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • iii) এই স্কলারশিপের সুবিধা শুধুমাত্র একটি পরিবারের সর্বোচ্চ দুইজন কন্যা সন্তান পাবে।

b) আবেদন পদ্ধতি:-

যোগ্য ছাত্রীরা AICTE প্রগতি SAKSHAM অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

c) নির্বাচন পদ্ধতি:- ছাত্রীদের মেধার ভিত্তিতে এই স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে।

d) বৃত্তির পরিমাণ:- এই স্কলারশিপের মাধ্যমে টিউশন ফি বাবদ ৩০ হাজার টাকা এবং ছাত্রীদের প্রতিবছর ২০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের সময়কাল:- আগস্ট থেকে অক্টোবরের মধ্যে।

বিস্তারিত পড়ুন » প্রগতি স্কলারশিপে পড়ুয়ারা পাবে ৩০০০০ টাকা, জানুন আবেদন পদ্ধতি

5) সক্ষম স্কলারশিপ (AICTE Saksham Scholarship)

a) যোগ্যতা:-

  • i) AICTE স্বীকৃত প্রতিষ্ঠানে কারিগরি ডিগ্রি, ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের পড়ুয়াদের এই স্কলারশিপ প্রদান করা হয়।
  • ii) এই স্কলারশিপ শুধুমাত্র ৪০% এর উপরে প্রতিবন্ধকতা সম্পন্ন পড়ুয়াদের প্রদান করা হয়।
  • iii) পড়ুয়াদের পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।

b) আবেদন পদ্ধতি:-

যোগ্য পড়ুয়ারা AICTE প্রগতি সাক্ষমের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

c) নির্বাচন পদ্ধতি:- যোগ্য প্রার্থীদের নির্বাচন তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে করা হয়ে থাকে।

d) বৃত্তির পরিমাণ:- এই স্কলারশিপের মাধ্যমে টিউশন ফিফা ৩২ হাজার টাকা এবং ১৫০০০ এর প্রতি বছর প্রত্যেক মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে।

আবেদনের সময়কাল:- আগস্ট থেকে অক্টোবরের মধ্যে।

বিস্তারিত পড়ুন » সক্ষম স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের ৫০,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার

যখন স্কলারশিপের আবেদন ও ফরম ফিলাপ শুরু হবে আপনারা আপডেট পেয়ে যাবেন এবং আপনাদের অবশ্যই জানিয়ে দেবো।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -