অধিকাংশ ছাত্রছাত্রী পারিবারিক অবস্থা সচ্ছল না হওয়ার জন্য উচ্চশিক্ষার জন্য অর্থের সমস্যায় পরবর্তী পড়াশোনা চালিয়ে যেতে পারেনা। সেই সমস্ত পড়ুয়াদের বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে সরকার আর্থিক সহায়তা করে থাকে। সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হল সক্ষম স্কলারশিপ (Saksham Scholarship)। সক্ষম স্কলারশিপে আবেদন করলে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বার্ষিক ৫০,০০০ টাকার স্কলারশিপ পেয়ে থাকে। সক্ষম স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং সক্ষম স্কলারশিপের আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো।
সক্ষম স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
সক্ষম স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন।
- সক্ষম স্কলারশিপে শুধুমাত্র প্রতিবন্ধী (Physically Challenged) পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
- আবেদনকারীর প্রতিবন্ধকতার পরিমাণ ৪০ শতাংশের বেশি হতে হবে।
- এই বৃত্তি পাওয়ার জন্য পড়ুয়াদের All India Council of Technical Education অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
- প্রযুক্তি শিক্ষা (Technical Education) বিষয়ে পলিটেকনিক ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং স্নাতক (BE/B.Tech.) কোর্সের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
আরো পড়ুন » ন্যাশনাল মেরিট স্কলারশিপ: শিক্ষার্থীদের ১২০০০ টাকা বৃত্তি
প্রয়োজনীয় নথিপত্র (Required Document)
সক্ষম স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত নথিপত্রগুলি সঙ্গে রাখতে হবে।
- 1) আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- 2) আইটিআই অথবা মাধ্যমিক পাশের মার্কশীট।
- 3) ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট।
- 4) প্রতিবন্ধীকতার সার্টিফিকেট।
- 5) পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
- 6) পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
- 7) আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট।
আবেদন প্রক্রিয়া (Application Process)
সক্ষম স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে NSP (ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে Apply Now এ ক্লিক করলেই আবেদন পত্রটি ওপেন হবে।
- প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
পড়ুয়াদের প্রতিবছর পড়াশোনার খরচ এবং প্রতিবন্ধকতার সরঞ্জাম কেনার জন্য ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যার মধ্যে প্রকৃতপক্ষে, টিউশন ফি হিসাবে ৩০,০০০/- টাকা এবং তার সঙ্গে প্রতি বছর 10 মাসের জন্য প্রতি মাসে 2000/- টাকা করে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার আবেদনের জন্য ল্যাপটপ/ডেস্কটপ/যানবাহন বা অন্যান্য সরঞ্জাম কিনতে পারে।
ডিপ্লোমা কোর্সের পড়ুয়ারা ৩ বছর ও ডিগ্রি কোর্সের পড়ুয়ারা ৪ বছর এই স্কলারশিপ পেয়ে থাকে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে সক্ষম স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে এবং আবেদন চলবে ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।
আরও পড়ুন » মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (লিস্ট দেখে নিন)
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -