ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সরকারি ও প্রাইভেট কিছু স্কলারশিপ অনেকটা সাহায্যকারী হয়।
মেয়েদের ক্ষেত্রে পড়াশোনাটা আরো একটু যেন প্রতিকূল, বিশেষ করে বাইরে থেকে পড়াশোনা করা। কিন্তু আর চিন্তা করতে হবে না, ছাত্রীদের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ দিচ্ছে রোলস রয়েস কোম্পানি, যার নাম ‘উন্নতি স্কলারশিপ‘ (Rolls-Royce Unnati Scholarship 2023)।
দেশের মেধাবী দরিদ্র মেয়ে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে আর্থিক সহায়তা এবং শিক্ষা সহায়তা প্রদান করে এই স্কলারশিপ। ইতিমধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উন্নতি স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন?, আবেদন করার পদ্ধতি – বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।
উন্নতি স্কলারশিপ কি? (Rolls-Royce Unnati Scholarship 2023)
ইঞ্জিনিয়ারিং কোর্স করা মেধাবী ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য রোলস-রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি নতুন স্কলারশিপ স্কিম শুরু করে যার নাম হল উন্নতি স্কলারশিপ। এই স্কলারশিপের অধীনে, যে মেয়ে শিক্ষার্থীরা Science-Technology/Engineering (প্রযুক্তি-প্রকৌশল) বিষয়ে স্নাতক (সাধারণ এবং পেশাদার) কোর্স করছে তাদের শিক্ষাবর্ষের জন্য তাদের একাডেমিক খরচ মেটানোর জন্য এককালীন ৩৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Criteria)
এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-
- এই স্কলারশিপ বৃত্তি শুধুমাত্র ভারতীয় ছাত্রীদের জন্য
- আবেদনকারীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
- ছাত্রীকে অবশ্যই প্রযুক্তি/ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষে অধ্যয়নরত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য যেসকল নথিপত্রের (Document) প্রয়োজন সেগুলি হল-
- আধার কার্ড
- দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট
- ভর্তির প্রমাণপত্র অর্থাৎ ভর্তির রশিদ
- বর্তমান শিক্ষাবর্ষের ফি রশিদ
- বাসস্থান শংসাপত্র
- আবেদনকারীর ব্যাংকের পাশবুক
- একটি বৈধ মোবাইল নম্বর
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
উন্নতি স্কলারশিপে আবেদন পদ্ধতি (Unnati Scholarship Online Application Process)
আবেদনকারীরা এই স্কলারশিপ বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। যেসমস্ত আগ্রহী আবেদনকারীরা নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারীকে প্রথমে Buddy4Study Rolls-Royce Unnati Scholarship Application ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার জন্য আবেদন লিংক নিচে দেওয়া থাকবে।
- তারপর আপনাকে ‘Apply Now‘ অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে।
- এরপর আপনাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে এপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- সবশেষে আপনাকে ফাইনাল সাবমিট করার জন্য SUBMIT অপশনটিতে ক্লিক করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process): নির্বাচন কমিটি ছাত্রীর একাডেমিক শ্রেষ্ঠত্বের উপর ভিত্তি করে তাকে নির্বাচন করে। এরপর নির্বাচিত ছাত্রীকে টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হয়।
স্কলারশিপের সুবিধা (Scholarship Benefits)
‘উন্নতি’ স্কলারশিপ প্রোগ্রাম স্নাতক ইঞ্জিনিয়ারিং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে অধ্যয়নরত 150 জন ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও, এই শিক্ষার্থীরা রোলস-রয়েসে নারী প্রকৌশলীদের থেকে পরামর্শদানের সুযোগও পাবে। এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রীকে এককালীন ৩৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আবেদন লিংক: Click Here ↗
আরো পড়ুন » বিজ্ঞানী কন্যা স্কলারশিপ: ছাত্রীদের দিচ্ছে ৫০০০০ টাকা পর্যন্ত, জানুন কারা পাবে ?
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -