উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিরাট সুখবর রয়েছে। Buddy4Study ফাউন্ডেশন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্য একটি নতুন স্কলারশিপের ব্যবস্থা করেছে। স্কলারশিপের নাম হল ড: আব্দুল কালাম স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধাটি পাবে। কি কি যোগ্যতা প্রয়োজন? কিভাবে অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করবেন – সম্পূর্ণ আজকের প্রতিবেদনে জানতে পারবেন।
ডঃ আব্দুল কালাম স্কলারশিপ কী?
Dr. Abdul Kalam Scholarship 2023: উচ্চমাধ্যমিক পাশে পড়ুয়ারা পাবে বার্ষিক ২০,০০০ টাকার স্কলারশিপ। ডঃ আব্দুল কালাম স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ। এই বেসরকারি স্কলারশিপটি Buddy4Study নামক সংস্থা দ্বারা পরিচালিত। এই সংস্থার প্রধান লক্ষ্য হলো, ভারতের বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
স্কলারশিপে আবেদনে কি কি যোগ্যতা প্রয়োজন
ড: আব্দুল কালাম স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল-
- শিক্ষার্থীদের ভারতের নাগরিক হতে হবে।
- জাতীয় বা রাজ্য পর্যায়ের মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হবে।
- আবেদনকারীদের ৫৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে।
বৃত্তির পরিমাণ
ড: আব্দুল কালাম স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে উচ্চশিক্ষার জন্য বার্ষিক ২০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট
ড: আব্দুল কালাম স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কয়েকটি নথীপত্র সঙ্গে রাখতে হবে।
- 1) দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
- 2) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
- 3) বাসস্থানের প্রমাণপত্র।
- 4) চলতি বছরে ভার্তির রশিদ।
- 5) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
- 6) আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাসবুক।
- 7) পাসপোর্ট সাইজ সম্প্রতি ফটোগ্রাফ।
আরো পড়ুন » আবেদন করুন উন্নতি স্কলারশিপে আর পেয়ে যান ৩৫০০০ টাকা!
আব্দুল কালাম স্কলারশিপের জন্য আবেদনের পদ্ধতি
- এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে buddy4study.com এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর স্কলারশিপের পেজ থেকে ডঃ আব্দুল কালাম স্কলারশিপের অপশনটি বেছে নিতে হবে।
- মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে ‘Start Application’ অপশনটিতে ক্লিক করলেই সম্পূর্ণ আবেদন ফর্মটি খুলে যাবে।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদন ফর্মটি পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- এরপর ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।
স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া
ড: আবুল কালাম স্কলারশিপের জন্য ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হবে মূলত তাদের একাডেমিক স্কোর এবং পারিবারিক বার্ষিক আয় অনুপাতে। ছাত্র-ছাত্রীদের মূলত উচ্চমাধ্যমিকের রেজাল্ট এবং পরিবারের বার্ষিক আয় অনুপাতে ছাত্রছাত্রী নির্বাচন করে এই স্কলারশিপ দেওয়া হবে। যাদের পারিবারিক আয় সবথেকে কম এবং একাডেমিক স্কোর ভালো থাকবে তারাই আগে সুযোগ পাবেন। প্রয়োজন হলে ইন্টারভিউতেও ডাকা হতে পারে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
২০২৩-২৪ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। সমস্ত পড়ুয়ার কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে।
** আরো কিছু স্কলারশিপ
- জগদীশচন্দ্র বসু স্কলারশিপ: পড়ুয়ারা পাবে ৪৮০০০ টাকা
- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ পাবে ছাত্র-ছাত্রীরা, দেখে নিন লিস্ট?
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -