আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে চান? সুযোগ দিচ্ছে আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ

Last Updated:

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে এছাড়াও বিভিন্ন কোম্পানি গুলিতেও কাজের জন্য মানুষের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার করা হচ্ছে।

তাই বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) নিয়ে পড়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন রকম চাকরি সুযোগ রয়েছে বর্তমানে এবং ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করলে চাকরির বেতনও মোটা অংকের টাকা

আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ: B.Tech in Artificial Intelligence

যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক (Science) উত্তীর্ণ হবার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে ইচ্ছুক, তাদের জন্য সুখবর। স্নাতক ইঞ্জিনিয়ারিং-এ এই বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ (Alipurduar Government Engineering and Management College)।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটি রাজ্যের নবীনতম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটি AICTE দ্বারা অনুমোদিত, পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MAKAUT) দ্বারা স্বীকৃত।

আসন সংখ্যা (Total Seat)

আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের জন্য মোট ৩০ টি আসন রয়েছে।

কোর্সের বিবরণ (Course Details)

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চার বছরের ব্যাচেলর অফ টেকনোলজি (BTech) ডিগ্রি পড়ানো হবে আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, অর্থাৎ সম্পূর্ণ কোর্সটির মেয়াদ ৪ বছর, যার মধ্যে মোট ৮ টি সেমিস্টার রয়েছে।

কোর্সের খরচ (Course Fees)

আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সের খরচ প্রতি সেমিস্টারে ৬,০০০ টাকা। অর্থাৎ ৪ বছরে সম্পূর্ণ কোর্সের খরচ মাত্র ৪৮,০০০ টাকা

হোস্টেল ও স্কলারশিপ (Scholarship)

আলিপুরদুয়ার সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়াদের জন্য হোস্টেলে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে তার সঙ্গে সরকারি স্কলারশিপের সুবিধা (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও TFW স্কলারশিপ)।

ইঞ্জিনিয়ারিং/মেডিকেল কোর্স সম্পুর্ণ বিনামূল্যে! (Tuition Fee Waiver Scheme)

ভর্তি প্রক্রিয়া (Admission Process)

আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে ভর্তি প্রক্রিয়া পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) পরীক্ষার Rank এর ভিত্তিতে হয়ে থাকে।

তাই যেসকল পড়ুয়া আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স নিয়ে পড়তে ইচ্ছুক তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) পরীক্ষায় ভালো Rank করতে হবে। WBJEE পরীক্ষায় মোটামুটি ৩,০০০ এর মধ্যে Rank প্রয়োজন।

ভর্তি বিষয়ক যোগাযোগের ঠিকানা

Village: Chepani, P.O. Bakla School Danga, Block: Alipurduar-II, District: Alipurduar, Pin-736206

আলিপুরদুয়ার সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর পাশাপাশি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ম পড়ার সুযোগ রয়েছে। তাই আগ্রহী ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা ভর্তি বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ভর্তি অধিকর্তার (Admission in Charge) সঙ্গে যোগাযোগ করতে পারেন।

» কলেজ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্টটি পড়তে পারেন –

Alipurduar Government Engineering College: Courses, Fees & Admission

Admission in ChargeMr. Amarjit Tamang
Ph: 8372054067
Email: [email protected]
Websitehttps://agemc.ac.in

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -