পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির পরীক্ষার বিনামূল্যে (লক্ষ্যভেদ) অনলাইন কোচিং!!

‘Lakshyabhed’ A State Police Initiative Free Online Coaching for Competitive Exam Success!!

প্রত্যেক যুবক-যুবতীর স্বপ্ন থাকে, পড়াশোনা করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু অর্থের অভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, কিংবা গ্রামের ছাত্র-ছাত্রীদের শহরে গিয়ে সেখানে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায়।

রাজ্য পুলিশে চাকরি, কেন্দ্র সরকারের কিংবা রাজ্য সরকারের সিভিল সার্ভিস পদের জন্য অনেক যুবক যুবতী প্রস্তুতি নেয়। এবার রাজ্য পুলিশের উদ্যোগে জঙ্গলমহলে ছাত্রছাত্রীদের জন্য এক দারুন উদ্যোগ নেওয়া হয়েছে।

Lakshyabhed – লক্ষ্যভেদ কোচিং-এর সাফল্য

শিক্ষিত যুবক যুবতীদের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি কোচিং দেওয়ার উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।কলকাতা ও দিল্লির সেরা কোচিং সংস্থার বিশেষজ্ঞ অভিজ্ঞ শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কোচিং দেবে, আর তাদের সমস্ত পারিশ্রমিক বহন করবে ঝাড়গ্রাম জেলা পুলিশ, এরকমই নজিরবিহীন উদ্যোগের জন্য কুর্নিশ।

গত বছরেও অফলাইনে ক্লাস নেওয়া উদ্যোগ নিয়েছিল এসডিপিও, ডিএসপি ও ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসাররা – আর তার ফলও পেয়েছে ছাত্রছাত্রীরা।

ট্রেনিং নেওয়ার ছাত্র-ছাত্রীদের ৪৯ জন রাজ্য পুলিশের কনস্টেবল পদে, পাঁচজন সাব-ইন্সপেক্টর পদে এবং একজন সিআইএসএফ পদে নিযুক্ত হয়েছে।

প্রস্তুতির কি কি সুবিধা থাকছে

ছাত্র-ছাত্রীদের সোম থেকে শুক্রবার প্রতিদিন অনলাইনে ক্লাস নেয়া, মক টেস্ট, ইন্টারভিউ প্রস্তুতি তার সঙ্গে পার্সোনালিটি ডেভেলপমেন্ট – সমস্ত কিছুই থাকছে।

ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ বলেন,‘এবছর লক্ষ্যভেদের জন্য দেড়শো জন আবেদন করেছিলেন। ছোট একটা পরীক্ষা নিয়ে বাছাই করে প্রথম পর্যায়ে ৪৮ জনকে বিনামূল্যে কোচিং এর জন্য সিলেকশন করা হয়েছে। ক্লাস হবে অনলাইনে।’

অবশ্যই পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে “যোগশ্রী” প্রকল্পে কোর্স, চলছে ভর্তি প্রক্রিয়া! কিভাবে জেনে নিন

‘লক্ষ্যভেদ’ অনলাইনে কেন?

Lakshyabhed Online Coaching: পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন,‘এর সুবিধা হলো জেলার প্রত্যন্ত এলাকায় থেকেও যুবক-যুবতীরা গুগুল মিটের মাধ্যমে বাড়িতে বসেই ক্লাস করতে পারবেন। এর ফলে তাঁদের যাতায়াত ও থাকার খরচ বাঁচবে। ঘরে বসেই বিভিন্ন সংস্থার প্রশিক্ষকদের কাছ থেকে পড়ার সুযোগ পাবেন। এর ফলে ঝাড়গ্রামের যুবক-যুবতীরা আরও অনেক বেশি উপকৃত হবেন।’ [source: এই সময়, ২৬শে সেপ্টেম্বর]

যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা আগামী ২৮.০৮.২০২৩ তারিখের মধ্যে COURSE COORDINATOR এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছিল। আগামী ২৯.০৮.২০২৩ তারিখ সকাল ১১ টায় BATCH SELECTION এর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে POLICE LINES CONFERENCE HALL এ। সমস্ত ছাত্র ছাত্রীদের ঐদিন সকাল ১০.৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

সপ্তাহের সমস্ত পড়াশোনা এবং স্কলারশিপ আপডেট: ছাত্র-ছাত্রীদের গাইডার ম্যাগাজিন #০৪! (Guider Magazine)

নতুন আঙ্গিকে “লক্ষ্যভেদ” যোগাযোগ

Lakshyabhed-এর ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা নিজে দেওয়া যোগাযোগ নম্বরে বা ঝাড়গ্রাম জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তথ্য পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের পড়াশোনা সমস্ত আপডেট পেতে আমাদের কে ফলো করুন এবং সোশ্যাল মিডিয়াতে যুক্ত হোন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -