Yogashree: মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে “যোগশ্রী” প্রকল্পে কোর্স, চলছে ভর্তি প্রক্রিয়া! কিভাবে জেনে নিন

WestBengal “Yogashree” Course initiated by Honorable Chief Minister Mamata Banerjee.

মেডিকেল বা ডাক্তারি ক্ষেত্রে পড়াশোনার উজ্জ্বল ভবিষ্যতের কথা আমরা সকলেই জানি! এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কতই না দিক রয়েছে। তবে মডার্ন মেডিকেলের দিক যেমন, ন্যাচারোপ্যাথি এবং যোগা পড়াশোনার জন্য বাংলাতে এতদিন সুবিধা ছিল না, ছাত্র-ছাত্রীদের অন্য রাজ্যে পাড়ি দিতে হতো।

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে এরপর রাজ্যে চালু হচ্ছে “যোগশ্রী” – যেখানে ন্যাচারোপ্যাথি এবং যোগার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে। Yogashree প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের প্রথম যোগ মেডিক্যাল কলেজে শুরু হয়ে গিয়েছে যোগ চিকিৎসার ডাক্তারি কোর্স

Westbengal Yogashree “যোগশ্রী”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে 11 জন মেডিকেল প্রবেশিকা বা NEET পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে বেলুড়ের যোগ মেডিক্যাল কলেজে শুরু হয়ে গিয়েছে “যোগশ্রী” এর পঠনপাঠন। খুব অল্প সংখক ছাত্র ছাত্রী নিয়ে শুরু হলেও, কাউন্সেলিং এর প্রথম দফায় এই সাড়া পেয়ে সন্তুষ্ট নবান্ন।

পূর্বভারতের প্রথম মেডিক্যাল কলেজ বেলুড়ের এই যোগ মেডিক্যাল কলেজটি। ১৯ এবং ২০ সেপ্টেম্বর এই দুইদিন প্রথম দফায় কাউন্সেলিং এর ছাত্রছাত্রীদের ভর্তি হয়েছে এবং ১৮ নভেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। 

যোগশ্রী কোর্সে ভর্তি প্রক্রিয়া

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি এর নির্দেশনা অনুযায়ী, মোট 34 জন ছাত্রছাত্রী কে নিয়ে প্রথম পর্যায়ের “যোগশ্রী” এর এর ক্লাস শুরু হবে। মোট 50 টি আসন বরাদ্দ রয়েছে এই কোর্সের পর্যায়গুলোতে পূরণ হওয়ার আশা দেখছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (Medical Council)। প্রথম পর্যায়ে ভর্তি হওয়া সকল ছাত্র-ছাত্রীই এই রাজ্যেরই বাসিন্দা।

অবশ্যই পড়ুন: GNM-BSc Nursing: নার্স কিভাবে হওয়া যায়? জেনে নিন যোগ্যতা, ভর্তি-পরীক্ষা ও চাকরির সুযোগ

যোগশ্রী নিয়ে রাজ্যের পরবর্তী পদক্ষেপ

রাজ্যে সর্বপ্রথম যোগ কাউন্সিল গঠন করা হয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে প্রাকৃতিক এবং আয়ুর্বেদ চিকিৎসক সুগঠিত করার উদ্দেশ্যে। কাউন্সেলর এর নির্দেশ অনুযায়ী, বেলুড় স্টেট জেনারেল হাসপাতালের ক্যাম্পাসে নতুন 5 তলা বিল্ডিং তৈরি হয়েছে যোগ মেডিক্যাল কলেজ তৈরির উদ্দেশ্যে।

ছাত্রছাত্রীরা পড়াশোনায় কি কি সুযোগ পাবে

এই নতুন মেডিক্যাল কলেজটিতে 300 টি বেড রয়েছে। রাজ্যের যোগ ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সভাপতি তুষারশীল এর বক্তব্য অনুসারে, ছাত্রছাত্রীরা এই কলেজে যোগ শিক্ষার পাশাপাশি প্রাকৃতিক উপাদান ব্যবহার চিকিৎসা পদ্ধতি বিষয়ে জ্ঞানলাভ করতে পারবে। সম্প্রতি, এই কলেজের শিক্ষা ব্যবস্থা গঠনে 101 টি পদে নিয়োগ করা হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।

Westbengal Medical Council

প্রিন্সিপাল, অধ্যাপক, সহকারী অধ্যাপক, ডেন্টিস্ট, ইএনটি সার্জেন্ট, ল্যাব টেকনিশিয়ান, জেনারেল ডিউটি অ্যাটেনডেন্ট প্রভৃতি পদে নিয়োগ করা হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নির্দেশনায় এই কলেজের নাম বদলে রাখা হয়েছে, “যোগশ্রী” কলেজ। এবার খুব শীঘ্রই কলেজ, হাসপাতাল এবং পঠন-পাঠন প্রক্রিয়া চালু হয়ে যাবে।

আরো পড়ুন » ডাক্তার হতে NEET পরীক্ষায় পাশ করতে হবে! কি যোগ্যতা লাগে, প্রস্তুতি কিভাবে জেনে নিন

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -