CBSE Single Girl Scholarship 2023, Application Form Fill Up Started: সিবিএসসি নিয়ে এসেছে ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। স্কুল কলেজে পড়াশুনা সঠিকভাবে চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তারই মধ্যে সরকারের এই উদ্যোগটি একটি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর নির্দেশে বাড়ির একমাত্র কন্যা সন্তানদের স্কলারশিপ দেওয়া হচ্ছে।
2023 এর আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর তরফ থেকে। একইসাথে গতবছরের স্কলারশিপ পেয়েছিল যেসব ছাত্রছাত্রী, তাদের স্কলারশিপ পুনর্নবীকরণ পদ্ধতিও শুরু হয়ে গিয়েছে। সিবিএসসি এর নিজস্ব ওয়েবসাইট এ আবেদন পদ্ধতি শুরু হয়ে গিয়েছে।
কারা আবেদন করতে পারবেন
এই স্কলারশিপ পেতে –
- ছাত্রীদের দশম শ্রেণীর পরীক্ষায় 60 শতাংশ নম্বর অর্থাৎ 6.4 CGPA মিনিমাম অথবা এর অধিক নম্বরে পাশ করতে হবে।
- এরই সঙ্গে তাদেরকে CBSC বোর্ডের অন্তর্গত স্কুলে দ্বাদশ এবং একাদশ শ্রেণীতে পাঠরত হতে হবে। তবে সেই ক্ষেত্রে, পাঠরত স্কুলের মাসিক ফি 1500 টাকার বেশি হলে হবে না।
ক্লাস 11 এও ছাত্রীকে 50 শতাংশের বেশি নম্বর পেতে হবে পরীক্ষায়। আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর স্কুলের তরফ থেকে ছাত্রীর সকল নথি এবং তথ্য যাচাই করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে 25 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত।
জেনে নিন: মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ? (Apply Now)
স্কলারশিপের পরিমাণ
সিঙ্গেল গার্ল স্কলারশিপ ২০২৩-এর আওতাভুক্ত ছাত্রীরা প্রত্যেক মাসে 500 টাকা বৃত্তি পাবে। দশম শ্রেণীর পর আগামী দুই বছরের জন্য এই বৃত্তি পাবে তারা।
স্কলারশিপের আবেদন পদ্ধতি
CBSC এর ওয়েবসাইটে যেতে হবে, স্কলারশিপ আবেদনের বারে গিয়ে লিংকে ক্লিক করতে হবে – Single girl child scholarship X-2023 REG।
স্কলারশিপ রিনিউয়াল জন্য renewal বার এবং নতুন আবেদনের জন্য ফ্রেস বার এ যেতে হবে আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় নথি পূরণ করতে হবে। সেইসঙ্গে আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন পদ্ধতি সম্পন্ন হওয়ার পর, ফর্মের প্রিন্ট আউটটি ডাউনলোড করে রাখবে ছাত্রীরা।
আপনি বা আপনার চেনা জানা কোন CBSC বোর্ডের ছাত্রী, পরিবারের একমাত্র মেয়ে হয়ে থাকলে-এই স্কলারশিপ এর সুবিধা পাবেন। তাই আবেদন নিয়ে সুযোগ মিস করবেন না।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -