JSW উড়ান স্কলারশিপে ছাত্রছাত্রীরা পাবে ৩০ হাজার টাকা! অনলাইনে আবেদন দেখে নিন (JSW UDAAN Scholarship)

Last Updated:

JSW Foundation Udaan Scholarship Program 2023, Application Eligibility and Scholarship Amount.

উচ্চশিক্ষায় পড়াশোনার জন্য ছাত্র ছাত্রীদের নানা ভাবে আর্থিক সহায়তা করা হয়। বিশেষ ভাবে যে সব ছাত্র ছাত্রী আর্থিক কারণে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেনা, সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মেধার ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়।

আমাদের দেশে সরকারের পক্ষ থেকে যেমন বিভিন্ন স্কলারশিপের ব্যাবস্থা রয়েছে, সেরকমই বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়। তেমনই JSW কোম্পানি সংস্থার পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কি? অনলাইনে কিভাবে স্কলারশিপ টাকা পাবেন – বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে, তাই মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

JSW UDAAN Scholarship প্রোগ্রাম 2023-24

‘JSW UDAAN স্কলারশিপ’ হল JSW ফাউন্ডেশনের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই বৃত্তি প্রোগ্রামটি শিক্ষার্থীদের সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে, যারা উচ্চ ফি কাঠামোর কারণে মানসম্পন্ন শিক্ষার খরচ বহন করতে পারে না।

JSW স্কলারশিপ সেইসব ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয়, যারা আর্থিক ভাবে দুর্বল। আর্থিক কারণে যাতে পড়াশোনায় বাধা না হয়, সে কারণে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়।

শিক্ষাগত যোগ্যতা – কারা আবেদন করতে পারবেন?

  • ছাত্র বা ছাত্রীকে ভারতবর্ষের উচ্চমাধ্যমিক পাশ করে আন্ডার গ্রাজুয়েট, পেশাগত ডিগ্রি কোর্স, মেডিকেল কোর্স ভর্তি হতে হবে।
  • নূন্যতম ৬০% নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

স্কলারশিপের টাকার পরিমান

এই স্কলারশিপে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পাশ করে যে কোনো বিভাগে পাঠরত হতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স চলাকালীন তাদের কোর্স অনুযায়ী ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা, এমনকি বিশেষ ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন

Online Application Process (অনলাইনে ফরম পূরণ)

JSW UDAAN Scholarship সমস্ত অনলাইন আবেদনের প্রক্রিয়া Vidyasarathi Protean eGov– পোর্টালের মাধ্যমে হবে। আবেদনের সরাসরি লিংক দেওয়া থাকবে

মিস করবেন না » Private Scholarship: সেপ্টেম্বর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে! টাকা পেতে আবেদন করুন

প্রথমে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, পরের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নিজের ডিটেলস ফিলাপ করলেই স্কলারশিপ এর জন্য আবেদন সম্পন্ন হবে।

Apply Now

আরও স্কলারশিপ »

প্রয়োজনীয় কাগজপত্র (Documents)

JSW UDAAN Scholarship স্কলারশিপ আবেদন করার জন্য নিচে দেওয়া নথিপত্র গুলো আপলোড করতে হবে –

  1. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  2. পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ড
  3. আয়ের প্রমাণ হিসাবে ইনকাম সার্টিফিকেট
  4. স্টুডেন্টর ব্যাঙ্কের পাসবুক
  5. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  6. চলতি বছরের ভর্তি হওয়ার রসিদ

এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই আবেদন করলেই যে পাবেন তার কোন গ্যারান্টি নেই, তবে অন্যান্য সরকারি স্কলারশিপের সঙ্গে আপনারা আবেদন করতে পারবেন তাই যোগ্য হলে অবশ্যই আবেদন করে রাখুন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -