Bharathi Cement Scholarship for Class 9-12, UG College, ITI, Diploma, Engineering and Post Graduate Students (2023-24).
প্রতিটা ছাত্রছাত্রী সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি স্কলারশিপেও আবেদন করতে চায়। তবে বেসরকারি স্কলারশিপ সম্পর্কে তারা অনেক সময় খবর পায় না। আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে একটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। স্কলারশিপটির নাম ভারতী সিমেন্ট স্কলারশিপ।
এটি একটি প্রাইভেট কোম্পানির স্কলারশিপ তাই অন্যান্য সরকারি কলাচিপের সাথেই তোমরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? আবেদন করার সময় কি কি নথিপত্র প্রয়োজন? অনলাইন আবেদনের প্রক্রিয়া কী? সমস্ত বিস্তারিত তথ্য এই পোস্টে মাধ্যমে তুলে ধরা হল।
ভারতী সিমেন্ট স্কলারশিপ (Bharathi Cement Scholarship 2023-24)
ভারতের নামকরা সিমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল ভারতী সিমেন্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। দরিদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তরুণ শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখার জন্য বিদ্যাসারথি পোর্টালের সহযোগিতায় ভারতী সিমেন্ট কোম্পানি একটি স্কলারশিপ প্রদান করছে।
নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ারা, তার সঙ্গে সঙ্গে কলেজ, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা আইটিআই এবং পোস্ট গ্রাজুয়েট-এর জন্য আবেদন করে এর সুযোগ সুবিধা পাবে।
কোর্স অনুযায়ী স্কলারশিপের টাকার পরিমাণ (Scholarship Amount)
ছাত্র-ছাত্রীরা তাদের কোর্সের ওপর নির্ভর করে ১০০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সর্বোচ্চ ৩৫০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।
নিচের যোগ্য কোর্স এবং সেই অনুযায়ী কত টাকা স্কলারশিপ পাবে তার দেওয়া হলো –
ক্লাস বা কোর্স | স্কলারশিপের পরিমাণ |
নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং ITI ছাত্র ছাত্রীরা | ১০০০০ টাকা |
সাধারণ কলেজ পড়ুয়া (BA, BCA,BSC, B.Com) | ২০০০০ টাকা |
ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা | ১৫০০০ টাকা |
পোস্ট গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীরা (MA, M Com, MSC ,MCA MSW etc) | ২৫০০০ টাকা |
ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা B.E./B.Tech | ৩৫০০০ টাকা |
অবশ্যই পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ তারিখ জানানো বিকাশ ভবন! এই ডেটের আগে আবেদন করতেই হবে
যোগ্যতা (Eligibility) – কারা আবেদন করতে পারবেন?
এই বৃত্তিতে আবেদন করার জন্য ছাত্রদের কি যোগ্যতার প্রয়োজন তা নিচে বিশদে আলোচনা করা হল
১) এই স্কলারশিপে শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
২) ছাত্র-ছাত্রী উভয়ই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৩) শেষ পরীক্ষায় অবশ্যই ন্যূনতম ৫০% নম্বর পেয়ে থাকতে হবে।
৪) পূর্ণ সময়ের রেগুলার যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন তারা এর জন্য আবেদন করতে পারবেন।
৫) শিক্ষার্থীদের অবশ্যই ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
৬) কোর্সগুলি এআইসিটিই/এনএএসি/ইউজিসি/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করতে হবে।
৭) শিক্ষার্থীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Document)
এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে দিতে হবে সেগুলি হল-
1) বিগত পরীক্ষার রেজাল্টের কপি।
2) বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
3) স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির ও পেমেন্টের রশিদ কপি।
4) আধার কার্ডের কপি ( আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)
5) প্যান কার্ডের কপি।
6) পাসপোর্ট সাইজের ফটো।
7) ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
8) পারিবারিক আয়ের কপি।
Apply Infosis Scholarship 2023
স্কলারশিপে কিভাবে আবেদন করবেন ?
সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি বিদ্যাসাগরিক পোর্টালের মাধ্যমে হবে এবং ছাত্র-ছাত্রীরা বিদ্যাভারতী ফোটালে নিজেদের রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করে এবং যাবতীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।
স্কলারশিপে কিভাবে আবেদন করবেন তা শীঘ্রই বিস্তারিতভাবে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হবে।
আবেদনের সময়সীমা (Application Date)
2023-24 শিক্ষাবর্ষের জন্য আবেদন বর্তমানে খোলা রয়েছে এবং আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে ১৫ই অক্টোবর (Application Last date 15.10.2023)। এর মধ্যে আবেদন করা সম্পূর্ণ করতে হবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -