স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনে কি কি ডকুমেন্টস লাগবে ? ফ্রেশ ও রিনুয়াল (SVMCM Documents)

Documents Required for Swami Vivekananda Scholarship WBHED Westbengal Students 2023-24.

ছাত্র-ছাত্রীদের আজকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপপ্রয়োজনীয় কাগজপত্র” নিয়ে একটি আপডেট দিতে চলেছি (Documents for SVMCM Fresh/Renewal Application)। ইতিমধ্যই সমস্ত কোর্সের জন্যই আবেদন উচ্চশিক্ষা পোর্টালে চালু হয়ে গিয়েছে।

যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করবে, তাদের অনলাইন পোর্টালে কি কি ডকুমেন্ট বা নথি দরকার ? – যেগুলো তোমাদের আপলোড করতে হবে। নতুন আবেদন (Fresh Application) অর্থাৎ যারা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর নতুন আবেদন করবে, তার সাথে যারা পুনরায় আবেদন করবে (Renewal) তাদের ও কি কি ডকুমেন্টস লাগবে – সেটা নিয়ে আজকের প্রতিবেদন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফ্রেশ অ্যাপ্লিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে ? (Documents Need for SVMCM New Fresh Application)

Swami Vivekananda Scholarship নতুন আবেদনের ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো তোমাদেরকে ফরম ফিলাপের আগেই রেডি রাখতে হবে, Documents Required for svmcm সেগুলোর লিস্ট নিচে দেওয়া হলো –

1. মার্কসিট (Marksheet)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর নতুন আবেদনে ৬০% নম্বর দরকার। তার জন্য শেষ পরীক্ষার মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ এর মার্কসিট তোমাদের পিডিএফ করে আপলোড করতে হবে।

2. বার্ষিক আয় শংসাপত্র – ইনকাম সার্টিফিকেট (Family Income Certificate)

দ্বিতীয় যে ডকুমেন্টটা লাগবে সেটা হল ইনকাম সার্টিফিকেট। ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না তার প্রমাণস্বরূপই ইনকাম সার্টিফিকেট লাগবে।

svmcm পোর্টালে যে ফরম্যাট দেওয়া আছে, সেটা তোমরা প্রিন্ট করে ফিলাপ করে এবং অফিসারের সাইন করিয়ে আপলোড করতে পারো। যেটা তোমাদের বিডিও অফিস থেকে বা যেকোনো Group-A অফিসারের কাছ থেকে নিতে হবে। এক্ষেত্রে অনলাইন ইনকাম সার্টিফিকেট ও চলবে

SVMCM Income Certificate: পরিবারের আয়ের শংসাপত্রের ফর্ম্যাট অফিসিয়াল সাইটে https://svmcm.wbhed.gov.in/ পেয়ে যাবেন, বা নিচে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন

Income Certificate PDF

  • গ্রামীণ এলাকার ক্ষেত্রে Jt. B.D.O. পদমর্যাদার নীচে নয় এমন কোনো সরকারি কর্মকর্তা/অফিসার
  • পৌরসভা / কর্পোরেশনের ডেপুটি কমিশনার / গ্রুপ -এ ক্ষেত্রে গেজেটেড অফিসার

3. ভর্তির রশিদ (Admission Receipt)

ছাত্র বা ছাত্রী স্কুলে বা কলেজে ভর্তি হয়েছে কিনা, তার প্রমাণ হিসেবে এডমিশন বা ফি পেমেন্টের কোন রশিদ আপলোড করতে হবে। (ভর্তির রসিদ/শ্রেণীর জন্য ফি প্রদানের রসিদ)

4. ব্যাংক পাসবুক (Bank Passbook)

যেহেতু স্কলারশিপের বৃত্তি সরাসরি ছাত্র বা ছাত্রীর ব্যাংক একাউন্টে জমা পড়বে, তাই ব্যাংক একাউন্টের খাতার প্রথম পাতা আপলোড করতে হবে। তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, যেমন – নাম, IFS কোড, একাউন্ট নাম্বার, MICR কোড ফর্ম ফিলাপের সময় লাগবে।

আরো পড়ুন » স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা পাবে ?

5. ইমেইল আইডি ও মোবাইল নম্বর (Email ID & Phone Number)

  • ছাত্র বা ছাত্রীর নিজস্ব ইমেইল আইডি ফরম ফিলাপের রেজিস্ট্রেশনের সময় লাগবে। যেখানে আবেদনের পরবর্তী পদ্ধতির সমস্ত আপডেট পাবে।
  • মোবাইল নম্বর – আবেদনের ক্ষেত্রে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক। কারণ স্কলারশিপের স্ট্যাটাস অ্যাপ্রুভাল ও বিভিন্ন সময় লগইন করতে মোবাইল নম্বর লাগবে।

6. সরকারি আইডি – আধার কার্ড (Aadhar Card)

আধার কার্ড বা কোনো সরকারি আইডি (ভোটার কার্ড, প্যান কার্ড) আবেদন ফরম ফিলাপ করার সময় লাগবে।

7. পাসপোর্ট ফটোগ্রাফ ও স্বাক্ষর (Passport Photo & Signature)

পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ, ফরম ফিলাপের সময় আপলোড করতে হবে। তার সাথে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। যেটা অ্যাপ্লিকেশন ফর্মে, তার সাথে পোর্টালেও থাকবে।

রিনিউয়াল এপ্লিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে ? (Documents for SVMCM Renewal Application)

Swami Vivekananda Scholarship রিনিউয়াল এপ্লিকেশনের ক্ষেত্রে বেশি ডকুমেন্ট লাগবে না। যেহেতু আগে থেকেই সমস্ত তথ্য সাইটে আপলোড থাকে।

  1. শুধুমাত্র নম্বরের প্রমাণের জন্য ৬০% নম্বর পেয়েছে কিনা তার জন্য মার্কসিট আপলোড করতে হবে (কলেজের ক্ষেত্রে ২ সেমিস্টারের মার্কশিট)
  2. স্কুল বা কলেজের টাকা পেমেন্টের রশিদ আপলোড করতে হবে

SVMCM Renewal 2023-24 Apply Now

রিনুয়াল অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা পোটালে তাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তাদের আগের সমস্ত ডকুমেন্ট দেখতে পারে। অনলাইন আবেদনের ক্ষেত্রে তারা চাইলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারে কিন্তু তার জন্য আলাদা করে কিছু আপলোড করতে হবে না।

বাংলার শিক্ষা আইডি (SVMCM Banglar Shiksha ID)

২০২৩ ২৪ শিক্ষাবর্ষ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য বাংলা শিক্ষা আইডি জমা নেওয়ার কথা বলা হয়েছে নতুন রেজিস্ট্রেশন করতে হলে বাংলার শিক্ষার আইডি নম্বর দিতে হচ্ছে. একইভাবে রিনিউয়াল আবেদনের ক্ষেত্রেও বাংলা শিক্ষার আইডির একটি ঘর ফরম ফিলাপের পূরণ করতে হচ্ছে

এক্ষেত্রে, যেসব স্কুলগুলিতে শিক্ষার আইডি ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে তাদের অবশ্যই শিক্ষার আইডি জমা করতে হবে। যাদের শিক্ষা আইডি দেওয়া হয়নি বা যেসব ছাত্র-ছাত্রীদের স্কুলে তাদের আপাতত জমা না করলেও চলবে। এই নিয়ে বিকাশ ভবন কি আপডেট দেয় সেই বিষয়ে চোখ রাখতে হবে।

আরো আপডেট: ছাত্র-ছাত্রীরা একসাথে কটা সরকারি স্কলারশিপের টাকা পাবে? জেনে নিন

তো প্রিয় ছাত্র-ছাত্রীরা এই ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদন সকলের জন্য চলছে, আবেদন করার আগেএগুলো জোগাড় করে রাখো, যাতে আবেদন শুরু হলে কোন সমস্যা না হয়। আর হ্যাঁ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সমস্ত আপডেট পেতে আমাদের ফলো করো।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -