উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024: 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষার প্রস্তুতির তোড়জোড় এখন সম্পূর্ণ হওয়ার পথে। টেস্ট পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে স্কুলে স্কুলে। চলতি বছরের 23 মার্চ উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পরই ওই দিন 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত করা হয়েছে। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে, 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা স্থায়ী হবে। সেই নিরিখে, এবার HS পরীক্ষার রুটিন সম্পূর্ণ বিস্তৃত আকারে প্রকাশ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
প্রতিবেদনের শেষে আপনারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত official রুটিনের পিডিএফ পেয়ে যাবেন আপনারা সেটাও ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সময় – পরীক্ষা শুরুর তারিখ, পরীক্ষা শেষের তারিখ, পরীক্ষার সময়কাল।
পরীক্ষা | উচ্চমাধ্যমিক পরীক্ষা 2024 (WB HS Exam 2024) |
বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
পরীক্ষা শুরুর তারিখ | 16 ফেব্রুয়ারি, 2024 |
পরীক্ষা শেষের তারিখ | 29 ফেব্রুয়ারী, 2024 |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbchse.nic.in |
হাতে বাকি মাত্র 2.5 মাস। আগামী বছরের 16 ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ পরীক্ষা 29 ফেব্রুয়ারী, 2024।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সময়সূচি (WB HS Routine 2024)
চলতি বছরের মার্চের ঘোষিত সময়সূচির তুলনায় সামান্য পরিবর্তন এনে নতুন সময়সূচি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। সময়কাল দুপুর 12 টা থেকে 3:15 অবধি। নিয়ম মেনেই 16 ফেব্রুয়ারী থেকে 3 ঘন্টা 15 মিনিটের এই পরীক্ষা হবে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে এবং শুধু মাত্র কয়েকটি বিষয়ের ক্ষেত্রে তা ব্যতিক্রম হবে। যেমন, ভিজুয়াল আর্টস, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভোকেশনাল বিষয় গুলির জন্য আলাদা সময়সূচি নির্ধারিত করা হবে।
ভিসুয়াল আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা হবে 2 ঘণ্টায় (12:00 – 02:00)। 1 ডিসেম্বর, 2023 থেকে শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষাগুলি, চলবে 15 ডিসেম্বর, 2023 অবধি।
উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৪ (HS Routine 2024)
WBCHSE HS Examination Programme 2024
তারিখ এবং বার (Date) | বিষয় (Subjects) |
16 ফেব্রুয়ারী, 2024 – শুক্রবার | ইংলিশ( A), বাংলা( A), হিন্দি (A), নেপালি (A), সাঁওতালি, তেলেগু, পাঞ্জাবি, গুজরাটি। |
17 ফেব্রুয়ারী, 2024 – শনিবার | অরগানাইজড রিটেইলিং, অটোমোবাইল, হেলথকেয়ার, হসপিটালিটি, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, পাম্বলিং,ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম,এগ্রিকালচার, অপারেল, কন্সট্রাকশন, বিউটি এন্ড ওয়েলনেস, ভোকেশনাল সাবজেক্ট। |
19 ফেব্রুয়ারী, 2024 – সোমবার | ইংলিশ (B), বাংলা (B), নেপালি(B), হিন্দি(B), অল্টারনেটিভ ইংলিশ। |
20 ফেব্রুয়ারী, 2024 – মঙ্গলবার | ইকোনমিক্স |
21 ফেব্রুয়ারী, 2024 – বুধবার | পুষ্টিবিদ্যা, পদার্থবিদ্যা, একাউন্টান্সি, এডুকেশন। |
22 ফেব্রুয়ারি, 2024 – বৃহস্পতিবার | মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সাইন্স, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ভিজুয়াল আর্টস, মিউজিক। |
23 ফেব্রুয়ারি, 2024 – শুক্রবার | প্রিলিমিনারিজ অফ অডিটিং, সোসিওলজি, কমার্শিয়াল ল, ফিলোজফি |
24 ফেব্রুয়ারি, 2024 – শনিবার | জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, রসায়নবিদ্যা, আরবিক, পার্শিয়ান, সংস্কৃত, ফ্রেঞ্চ, আরবিক। |
27 ফেব্রুয়ারী, 2024 – মঙ্গলবার | সাইকোলজি, গণিত, এগ্রোনোমি, অ্যানথ্রোপলজি, ইতিহাস। |
28, ফেব্রুয়ারি, 2024 – বুধবার | বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স, বায়োলজিক্যাল সাইন্স। |
29 ফেব্রুয়ারী, 2024 – বৃহস্পতিবার | ভূগোল, স্ট্যাটিসটিকস, কস্টিং এবং ট্যাক্সেশন, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড হোম ম্যানেজমেন্ট। |
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটটি ভিজিট করুন – https://wbchse.wb.gov.in
অফিসিয়াল ওয়েবসাইট WBCHSE HS Routine 2024 অফিসিয়াল রুটিনের pdf ডাউনলোড করুন: PDF Download
FAQs: কিছু প্রশ্ন উত্তর
কবে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে?
নিয়ম মেনে 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে, 29 ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণীর ফাইনাল অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।
২০২৪ উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় কখন নির্ধারণ করা হয়েছে?
সময়কাল দুপুর 12 টা থেকে 3:15 অবধি, তিন ঘন্টা পনেরো মিনিট প্রতিটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
কিভাবে উচ্চ মাধ্যমিক রুটিন 2024 পরীক্ষার রুটিন ডাউনলোড করবেন?
উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে () ভিজিট করে কাউন্সিলের থেকে ডাউনলোড করাই ভালো, আপনাদের সুবিধার জন্য আপনারা লিংক দিয়ে দিয়েছি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাকটিক্যাল ও প্রজেক্ট কোন তারিখের মধ্যে হবে?
HS Exam Project and Practical Exam Date 2024: 1 ডিসেম্বর, 2023 থেকে শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষাগুলি, চলবে 15 ডিসেম্বর, 2023 অবধি।
বিস্তারিত এই প্রতিবেদনের মুখ্য বিষয় উচ্চমাধ্যমিক 2024 এর রুটিন। পরীক্ষা বিষয়ক বাকি যাবতীয় আপডেট পেতে, অবশ্যই শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা জীবনে সফল ও বড় হও “WBGuider” তোমাদের পাশে রয়েছে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -