ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি পোর্টাল! স্কলারশিপ থেকে পরীক্ষার খবর হাতের কাছে রাখুন লিস্ট

Top Helpful Web Portal for Westbengal School College Students for Higher Secondary, Exam News & Scholarship Updates, 2023.

বর্তমানে ইন্টারনেট এবং প্রযুক্তির যুগে সরকারের যেকোনো কাজকর্ম অনলাইনে মাধ্যমে হয়ে থাকে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ পড়ুয়া, সকল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কাজকর্মের জন্য সরকারের কয়েকটি নির্দিষ্ট পোর্টাল রয়েছে। স্কলারশিপের আবেদন, পরীক্ষার খবর কিংবা কম্পিটিটিভ পরীক্ষাগুলির আপডেট সবকিছুর জন্যই রয়েছে বিভিন্ন শিক্ষা দপ্তরের পোর্টাল। কিন্তু ছাত্রছাত্রীরা সব পোর্টালগুলির ব্যাপারে অবগত না হওয়ার জন্য বারবার google-এ সার্চ করতে হয়।

কিন্তু আর চিন্তা নেই, সমস্ত দরকারি পোর্টালগুলি আপনারা আজকের পোস্টে বিস্তারিত পেয়ে যাবেন, এবং তাদের সরাসরি লিংক। এই প্রতিবেদনে ছাত্র-ছাত্রীদের জন্য কিছু দরকারী সরকারি পোর্টাল যেগুলি অবশ্যই হাতের কাছে লিস্ট করে রাখা জরুরী।

স্কুল পড়ুয়াদের প্রয়োজনীয় সরকারি পোর্টাল

প্রাইমারি থেকে হাই স্কুলের পড়ুয়াদের অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের যে সকল সরকারি পোর্টাল হাতের কাছে রাখা জরুরী সেগুলি হল-

বাংলা শিক্ষা পোর্টাল

বাংলা শিক্ষা পোর্টাল হল স্কুল পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ একটি পোর্টাল। সরকার এই পোর্টালের মাধ্যমে স্কুলে পাঠরত সমস্ত পড়ুয়াদের একাডেমিক ডিটেইলস সহ পড়ুয়াদের সমস্ত তথ্য সংগৃহীত থাকে। বাংলা শিক্ষা পোর্টাল: https://banglarshiksha.gov.in/

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ

সরকারের এই ওয়েবসাইটে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের নিয়ন্ত্রণ করা হয়। WBBPE TET, Bed, Deld পরীক্ষার সমস্ত আপডেট দেওয়া হয়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ: https://wbbpe.org/

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের সমস্ত আপডেট এবং মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ: https://wbbse.wb.gov.in/

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চমাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত আপডেট এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ: https://wbchse.wb.gov.in/

কলেজ পড়ুয়াদের প্রয়োজনীয় সরকারি পোর্টাল

স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়াদের যে সকল সরকারি পোর্টাল হাতের কাছে রাখা জরুরী সেগুলি হল-

বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল

বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল হল কলেজ পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ একটি পোর্টাল। সরকার এই পোর্টালের মাধ্যমে কলেজে পাঠরত সমস্ত পড়ুয়াদের একাডেমিক ডিটেইলস সহ পড়ুয়াদের সমস্ত তথ্য সংগৃহীত থাকে। বাংলার উচ্চশিক্ষা পোর্টাল: https://banglaruchchashiksha.wb.gov.in/

স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টাল

স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য ৩ থেকে ৪ শতাংশ সুদে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড: https://wbscc.wb.gov.in/

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এর তরফ থেকে WBJEE, JENPUS, ANM-GNM সহ সমস্ত ডিগ্রি কোর্সের পরীক্ষাগুলো পরিচালনা করা হয়। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড: https://wbjeeb.nic.in/

পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ

UGC রাজ্যের উচ্চ শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা পর্ষদ এই ওয়েবসাইটটি চালু করেন। সরকারের এই পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ: https://wbsche.wb.gov.in/

ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ পোর্টাল সমূহ

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি যে স্কলারশিপ বৃত্তিগুলি দেওয়া হয় –সেগুলির যোগ্যতা, বিস্তারিত বিবরণ, অনলাইন বা অফলাইনে ফর্ম ফিলাপ এবং আবেদন পদ্ধতির সমস্ত আপডেট পাওয়ার জন্য নিম্নলিখিত ওয়েবসাইটগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই ফলো করতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপে পড়ুয়াদের ১২,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। এই স্কলারশিপে পড়ুয়ারা সরাসরি SVMCM পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: https://svmcm.wbhed.gov.in/

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল

কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় একটি স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ। এই স্কলারশিপের অধীনে বিভিন্ন স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল (NSP) এর মাধ্যমে আবেদন করতে পারবে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল: https://scholarships.gov.in/

SC/ST/OBC ওয়েসিস স্কলারশিপ পোর্টাল

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হলো এই OASIS স্কলারশিপ। পশ্চিমবঙ্গের SC/ST/OBC এছাড়াও অন্যান্য অনগ্রসর ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপে আবেদন পড়ুয়ারা সরাসরি ওয়েসিস পোর্টালের মাধ্যমে করতে পারবে। SC/ST/OBC ওয়েসিস স্কলারশিপ-এর জন্য পোর্টাল: https://oasis.gov.in/

ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ

পশ্চিমবঙ্গে যেসকল সংখ্যালঘু (Minority) ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ: http://wbmdfcscholarship.org/

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -