Westbengal Private Scholarship Apply New Rules Update 2023: বর্তমানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে সকল ছাত্র-ছাত্রীসহ অভিভাবকের মনে একটাই প্রশ্ন যে একজন ছাত্রছাত্রীরা একসঙ্গে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে? পড়ুয়ারা একসঙ্গে একটির বেশি সরকারি স্কলারশিপ এর সুবিধা নিতে পারবে না।
কিন্তু ছাত্র-ছাত্রীদের মনে আরেকটি প্রশ্ন হল একজন পড়ুয়া একসঙ্গে কতগুলো বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে? আজকের এই প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
একসাথে কতগুলো বেসরকারি স্কলারশিপে আবেদন করা যাবে
How many private scholarships can a student apply for: বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে একাধিক স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে পারবেন। এমনকি প্রত্যেকটা স্কলারশিপেতে যোগ্যতা অনুযায়ী টাকা পাবে পড়ুয়ারা। সমস্ত বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য থাকেনা। আপনি যতগুলো স্কলারশিপে আবেদন করতে চাইবেন তার গাইডলাইন গুলি ভালো করে পড়ে রাখতে হবে অথবা দেখে নিতে হবে।
প্রাইভেট স্কলারশিপ এর ক্ষেত্রে যে একটি স্কলারশিপ করলে আরেকটি পাবে না এরকম শর্তাবলী কোথাও উল্লেখ করা নেই। তাছাড়া ছাত্র-ছাত্রীরা যে স্কলারশিপ করবে সেই স্কলারশিপ এ যোগ্যতা থাকলে অবশ্যই টাকা পেতেই পাবে। বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে একটা নিয়ম কানুন থাকে। বেসরকারি স্কলারশিপের ক্ষেত্রে কতজন candidate পাবে তা নির্ধারণ করা থাকে।
অবশ্যই পড়ুন: কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? লিস্ট দেখে আবেদন করুন!
কিভাবে একাধিক স্কলারশিপের সুবিধা নেবেন?
ছাত্রছাত্রীরা যদি নিয়মিত বিভাগে পাঠরত হয়ে থাকে এবং ৬৫% এরও বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে একের অধিক বেসরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারবে। হ্যাঁ, বিভিন্ন কোর্সের পড়ুয়ারা, দশম, দ্বাদশ, একাদশ, স্নাতক স্তরের এমনকি প্রথম বর্ষের ছাত্রছাত্রীরাও একাধিক স্কলারশিপে আবেদন করতে পারবেন।
তবে ছাত্র-ছাত্রীরা কোন স্কলারশিপে আবেদন করবেন তা পুরোটাই তাদের তাদের উপরে। তবে বিশেষ ক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কলারশিপ আবেদন করার আগে সেই স্কলারশিপের কি নিয়ম এবং ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে তা ভালো করে পড়ে নিতে হবে। আর শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের এবং বাংলার উচ্চ শিক্ষা পোর্টালের (https://banglaruchchashiksha.wb.gov.in/) তথ্যই বিশ্বাস করবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -