Scholarship: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু!

Published On:

কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে দুর্দান্ত একটি স্কলারশিপের খবর। বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ (সিএসএসএস) এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপের রিনিউয়াল বা পুনর্নবীকরণ করতে চান, তাঁরাও অনলাইনের মাধ্যমে সেই প্রক্রিয়া করতে পারবেন।

সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ প্রকল্পে আবেদন

কেন্দ্রের উচ্চশিক্ষা দফতরের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনার অধীনে এই স্কলারশিপ মূলত দুস্থ ও দরিদ্র শিক্ষার্থীদের প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষার জন্য নিজের খরচ নিজেরাই চালাতে পারেন সেই জন্যই এই স্কলারশিপটির প্রচলন করা হয়েছিল। ২০০৮ সালে সর্বপ্রথম কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর জন্য এই স্কলারশিপের প্রচলন করা হয়।

স্কলারশিপে টাকার পরিমাণ কত?

প্রতিবছরই শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। প্রার্থীরা প্রথম তিন বছর ১২ হাজার টাকা করে এবং চতুর্থ এবং পঞ্চম বছরে বার্ষিক ২০,০০০ টাকা পেয়ে থাকে।

দ্বাদশ শ্রেণিতে ৮০ পার্সেন্টাইল নম্বর নিয়ে পাশ করার পর যে সকল ছাত্র-ছাত্রীরা যে কোনও বিষয় নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছে তারাই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের পারিবারিক বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকার কম হতে হবে।

অবশ্যই দেখুন: শুরু হল নবান্ন স্কলারশিপ! নতুন আবেদন পদ্ধতি জেনে নিন, প্রত্যেক পড়ুয়া পাবে ১০ হাজার টাকা

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলে কি আবেদন করতে পারবেন?

পশ্চিমবঙ্গের বসবাসকারী কোন ছাত্রছাত্রী যদি ইতিমধ্যই কোন সরকারি বা বেসরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে, স্বামী বিবেকানন্দ কলেজের জন্য আবেদন করে থাকে বা ভবিষ্যতে করবে তারা কিন্তু কেন্দ্র সরকারের দেওয়া এই সেন্ট্রাল সেক্টর অফ স্কলারশিপ এর সুবিধা নিতে পারবে না।

কিভাবে আবেদন করতে হবে ?

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইট scholarships.gov.in-এ গিয়ে শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্র ও পারিবারিক আয়ের কপি আপলোড করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের হিন্দি স্কলারশিপ প্রকল্প! প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন (জেনে নিন)

তাই যে সকল পড়ুয়ারা অন্য কোন সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছেন না তারা CSSS স্কলারশিপ-এ আবেদন করার মাধ্যমে এর সুবিধা নিতে পারেন এবং সময়ের মধ্যেই আবেদন পত্র পূরণ করে কলেজের জমা করুন ভেরিফিকেশনের জন্য।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -