Tata Imagination 2023: পড়ুয়াদের দারুন সুযোগ দিচ্ছে টাটা গ্রুপ! পুরস্কার ও চাকরির সুবিধা

Tata group দেশবাসীর জন্য নিয়ে এসেছে Imagination challenge – যার মাধ্যমে যুব সমাজ তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবে এবং থাকছে পড়াশোনার স্কলারশিপ, প্রাইজ মানি ও টাটা গ্রুপের সঙ্গে কাজ করার সুযোগ! কিভাবে অনলাইনে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। আবেদনের সরাসরি লিংক আপনারা পোস্টের শেষে পেয়ে যাবেন!!

টাটা ইমাজিনেশন প্রতিযোগিতা ২০২৩

স্নাতক, স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী এবং Tata group এর কর্মচারীদের জন্য, Tata নিয়ে এসেছে একটি ভারতবর্ষের সবচেয়ে বড়ো এবং অভিনব সৃজনশীলমূলক প্রতিযোগিতা যেখানে তারা নিজেদের কল্পনাকে এবং চিন্তাশক্তি কে বাস্তবায়িত করার সুযোগ পাবে। নিজের কল্পনাকে বাস্তবায়িত করে নতুন করে প্রকাশ করুন এবং জেনে নিন আপনার লুকোনো সত্বাকে।

Tata group এই সকল সৃষ্টিশীল মানুষের চিন্তাভাবনা মর্যাদা দিতে এনেছে এই নতুন প্রতিযোগিতা, Tata group Imagination challenge, 2023। আপনার চিন্তা যত বড়ই বা ছোট হোক না কেনো, প্রগতিশীলতা এর সন্ধান পেলে আপনার চিন্তা বা কল্পনাশক্তি অনেক বড় পরিবর্তন আনতে পারবে। Tata group সেই সকল সৃষ্টিশীল মস্তিষ্কের সন্ধান করছে

পড়াশুনা, স্বাস্থ্য, শক্তি উৎপাদন বা উৎপাদনমুখী চিন্তাভাবনা বা নতুন ব্যবসায়ী পন্থা, আপনার চিন্তা ধারা যদি এই বিষয়কেন্দ্রিক হয়ে থাকে, তবে আপনিও হয়ে যেতে পারবেন এই প্রতিযোগিতার যোগ্য প্রতিযোগী। তবে সেই ক্ষেত্রে,আপনার চিন্তাভাবনাটি অভিনব হওয়ার দরকার এবং দৃষ্টান্তমূলক হতে হবে।

পুরস্কার বিবরণী

  • প্রথম স্থান অধিকারী 13 জন প্রতিযোগী পেয়ে যাবেন আকর্ষণীয় পুরষ্কার এবং সরাসরি TAS selection process-এর অন্তর্ভুক্ত হতে পারবেন।
  • এই 13 জন প্রতিযোগী পুরষ্কার হিসেবে প্রত্যেকে 2 লক্ষ টাকা পেয়ে যাবেন

এছাড়াও সেই বিজেতা প্রতিযোগীরা Tata institution এবং Tata companies পরিদর্শনের সুযোগ এবং Tata এর কর্মকান্ড সম্পর্কে সচক্ষে ধারণা নিতে পারবেন

বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ট্রেনিং দেবে সরকার, থাকছে সার্টিফিকেট!!

কিভাবে অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায় (Apply process)

নিন্মলিখিত ধাপ গুলি মেনে আপনি রেজিষ্টার করে নিতে পারবেন –

প্রথমে অফিসিয়াল পেইজ visit করুন ও Tata imagination challenge 2023 এর বারে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

Registration Link »

লিংকে ক্লিক করে আপনাকে রেজিস্টার অপশনে, নাম, ফোন নম্বর, ইমেইল আইডি দিয়ে সাইন আপ করে সম্পূর্ণ প্রতিযোগিতাটি UnStop প্ল্যাটফর্মের মাধ্যমে হবে। তাই আগ্রহী ছাত্রছাত্রীরা সঙ্গে ওয়ার্কিং প্রফেশনালরা দেরি না করে অবশ্যই অংশগ্রহণ করুন।

আপনার মাথায় কোন সৃজনশীল চিন্তা ঘুরছে? কোনো সামাজিক সমস্যা সমাধানের উপায় নাকি নিজেদের পারিপার্শ্বিক বিষয়গুলি কে পরিবর্তন করার উপায়?!! এই চিন্তা এবার শুধু আপনার মনেই বা মস্তিকেই সীমাবদ্ধ না রেখে প্রকাশ করুন সকল বিশ্বের সামনে।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -