Aikyashree Swami Vivekananda Scholarship, WBMDFC: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সবথেকে বড় সরকারি বৃত্তি হল স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ। যেটি বিকাশ ভবন, উচ্চশিক্ষা দপ্তর থেকে পরিচালিত হয়।
এরপর এই স্কলারশিপ নিয়ে উঠে এলো বড় আপডেট! – কি আপডেট? ছাত্র-ছাত্রীদের উপর কি প্রভাব পড়বে? সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। তাই সম্পূর্ণ পোস্টটি মন দিয়ে পড়ুন, যাতে কোন জায়গায় বুঝতে ভুল না হয়।
ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Aikyashree SVMCM Wbmdfc)
ইতিমধ্যে স্কুল ছাত্র ছাত্রীদের জন্য আবেদন ফরম ফিলাপ চলছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও আবেদন খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানানো হচ্ছে।
আবেদন ও রিনিউয়ালের তারিখ জানতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। আর এই পোস্টটি প্রয়োজনীয় ছাত্র ছাত্রীদের অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যখনই নতুন কোন আপডেট আসে, আমাদের মাধ্যমে আপনারা সবার আগে জানতে পারবেন।
কি এই নতুন আপডেট!
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনেকগুলি ভাগ আছে। সাধারণ ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা দপ্তরের পোর্টাল থেকে আবেদন করতে পারলেও, সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে অন্য পোর্টাল।
আবেদন পোর্টালের অফিসিয়াল রেজিস্ট্রেশন সেকশনে, সেটাই বলার জন্য একটি নোটিশ “Window Pop Up” দেওয়া হচ্ছে।
Aikyashree/SVMCM টাকা দেওয়ার প্রক্রিয়া
সাধারণ ছাত্র ছাত্রীদের স্বামী বিবেকানন্দ কলারশিপ বিকাশ ভবন থেকে দেওয়া হয়, কিন্তু সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ-এর টাকা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে দেওয়া হয়। তাই আবেদন ফরম পূরণ করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে জেনে নিয়ে তারপরেই ফর্ম পূরণ করবেন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য) | Apply |
ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ (সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য) | Apply |
- SVMCM Scholarship Portal: https://svmcm.wbhed.gov.in/
- Minority SVMCM Portal: https://wbmdfcscholarship.org/
আরো পড়ুন » মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন সরকারি স্কলারশিপ?
তার মানে, সাধারণ ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে চিন্তা করার কিছু নেই! শুধুমাত্র সংখ্যালঘু ছাত্র-ছাত্রী যারা 60 শতাংশের বেশি নম্বর পেয়েছে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে চায় তারা “ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ পোর্টাল” – থেকে আবেদন করবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -