এই প্রাইভেট স্কলারশিপে ১০০০০ টাকা! (DXC Progressing Minds Scholarship)

ছাত্র-ছাত্রীদের জন্য এক বিরাট সুখবর এসেছে। একটি বেসরকারি সংস্থা দারিদ্র সীমার নিচে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বহু শিক্ষার্থী আছে যারা সরকারি স্কলারশিপের পাশাপাশি আরও অন্যান্য বেসরকারি স্কলারশিপে আবেদন করে কিছু আর্থিক সহায়তা পেতে চায়। তাই আজকের নিবন্ধে তোমাদের জন্য একটি বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব।

প্যান ইন্ডিয়ান যেকোনো অঞ্চলের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। স্কলারশিপটির নাম হল DXC প্রগ্রেসিভ মাইন্ড স্কলারশিপ

আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব এই DXC স্কলারশিপে টাকা পাওয়া যাবে? আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন? আবেদনের প্রক্রিয়া কী আছে ? আবেদন করার সময় কি কি নথিপত্র প্রয়োজন? প্রভৃতি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

DXC প্রগ্রেসিভ মাইন্ড স্কলারশিপ

DXC টেকনোলজি হল একটি আমেরিকান বহুজাতিক তথ্য প্রযুক্তি কোম্পানি। নারান সফটওয়্যার উদ্ভবের পাশাপাশি এই কোম্পানির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার কাছে অগ্রণী করার। এই কোম্পানি কর্তৃক প্রেরিত স্কলারশিপের নাম DXC প্রগ্রেসিভ মাইন্ড স্কলারশিপ

এই স্কলারশিপে টাকা পাওয়া যাবে?

এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা মোট 50000 টাকা পর্যন্ত পেতে পারেন।

আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন?

এই বৃত্তিতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন তা নিচে বিশদে আলোচনা করা হল

  • এই প্রোগ্রামে যে কোনও মহিলা এবং ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরাই কেবলমাত্র আবেদনের যোগ্য।
  • শিক্ষার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে।
  • শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারে ন্যূনতম 60% নম্বর পেতে হবে।
  • প্যান ইন্ডিয়ান প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • শিক্ষার্থীদের ডিস্টেন্স কোর্সে পাঠরত হলে চলবে না। ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
  • শিক্ষার্থীর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
  • আবেদনকারীদের পরিবারের বার্ষিক আয় ₹4,00,000 মধ্যে হতে হবে।

বয়স কত দরকার?

স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের ১৩ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

আরও পড়ূন: ন্যাশনাল মেরিট স্কলারশিপ শিক্ষার্থীদের ১২০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, এক্ষুনি আবেদন করুন

DXC Progressing Minds Scholarship: স্কলারশিপে কিভাবে আবেদন করবেন?

১) প্রথমে নিবন্ধিত আইডি ব্যবহার করে Buddy4Study তে গিয়ে লগইন করুন।

(২) তারপরে DXC প্রগ্রেসিং মাইন্ডস স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 সেকশনে যেতে হবে।

(৩) এরপরে “Start Application” বোতামে ক্লিক করুন ও প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে দিন।

Apply Now

(৪) এরপর টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে প্রিভিউতে দেখুন আপনার ফর্মটি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা। যদি ভুল ত্রুটি থাকে তাহলে ঠিক করে দিন।

(৫) সবশেষে এপ্লিকেশন ফি সম্পূর্ণ করে সাবমিট বাটন প্রেস করুন।

কি কি নথিপত্র প্রয়োজন?

এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে দিতে হবে সেগুলি হল-

  • বিগত সমস্ত পরীক্ষার রেজাল্টের কপি।
  • বয়সের প্রমাণপত্রের জন্য বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি।
  • স্নাতক কোর্সে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সে ভর্তির ও পেমেন্টের রশিদ কপি।
  • আধার কার্ডের কপি ( আধার কার্ড না থাকলে অ্যাড্রেস প্রুফের যেকোনো ডকুমেন্টস)
  • প্যান কার্ডের কপি।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টস।
  • পারিবারিক আয়ের কপি।

অবশ্যই দেখুন:  অক্টোবর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে, টাকা পেতে আবেদন করুন

আবেদনের সময়সীমা

2023-24 শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে গেলে 31 October এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।

পরবর্তী প্রাইভেট স্কলারশিপ গুলির আপডেট পেতে আমাদেরকে ফলো করুন এবং সোশ্যাল মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হন।

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -