SBI Asha Scholarship: ছাত্রছাত্রীদের ১০০০০ টাকা স্কলারশিপ দেবে স্টেট ব্যাঙ্ক! আবেদন করুন

Published On:

SBI Asha Scholarship Apply Online for School Students: দেশের সরকারি রাষ্ট্রয়ত্ত বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক “স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া” (State Bank of India) দেশের শিক্ষাব্যবস্থার উন্নতির স্বার্থে ছাত্রছাত্রীদের জন্য একাধিক স্কলারশিপ প্রোগ্রামের ব্যবস্থা করেছে।

সম্প্রতি স্কুল ছাত্রছাত্রীদের জন্য SBI আশা স্কলারশিপ প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। SBI ফাউন্ডেশন বা SBIF এর উদ্যোগে এই scholarship প্রোগ্রামটি উল্লেখিত ইন্ট্রিগ্রেডেড লার্নিং মিশন (ILM) এর একটি অংশ।

কারা আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে ফরম পূরণ করবেন সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন আবেদনের সরাসরি লিঙ্গ আপনারা প্রতিবেদনের শেষে পেয়ে যাবেন।

স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩

ভারতবর্ষের যে সকল স্কুল পড়ুয়ারা মেধাবী এবং সম্ভাবনাময় অথচ পারিবারিক দুস্থতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে সমস্যায় পড়ছে, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই SBIF আশা স্কলারশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য। ক্লাস 8 থেকে ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আওতাভুক্ত হতে পারবে। বৃত্তি হিসেবে সেই সকল ছাত্রছাত্রীদেরকে বার্ষিক 10,000 টাকা স্কলারশিপ প্রদান করবে SBI ফাউন্ডেশন

SBI ফাউন্ডেশন সম্পর্কে জেনে নিন

SBI এর কর্পোরেট সমাজসেবা এর একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে SBIF ফাউন্ডেশন বর্তমানে ভারতে শিক্ষাব্যবস্থার উন্নতিতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। প্রায় 28টি দেশে সামাজিক উন্নতিকরণ চালিয়ে যাচ্ছে SBIF। স্বাস্থ্য, কর্ম, আর্থ-সামাজিক, খেলাধুলো, যুবসমাজের উন্নতি, গ্রামীণ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে SBIF দেশের নাগরিকদের অনেক সুবিধাপ্রদান করছে।

স্কলারশিপ আবেদন যোগ্যতা (SBI Asha Scholarship Eligibility)

১) ক্লাস 6 থেকে ক্লাস 12 এ পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য।

২) বর্তমান ক্লাসের নিরিখে পূর্বের ক্লাসের শেষ পরীক্ষায় অন্তত 75 শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে

৩) শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় 3,00,000 বা এর কম হতে হবে আবশ্যিকভাবে।

৪) সারা ভারতবর্ষব্যাপী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

মিস করবেন না: অক্টোবর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে, টাকা পেতে আবেদন করুন

বৃত্তির পরিমাণ:

স্টেট ব্যাঙ্ক ফাউন্ডেশনের Asha Scholarship-এর মাধ্যমে স্কলারশিপের আওতাভুক্ত ছাত্রছাত্রীরা বার্ষিক 10,000 টাকা বৃত্তি পাবে।

আবেদনের শেষ তারিখ:

স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে ৩০ শে নভেম্বর (30.11.2023)। তার যোগ্য ছাত্র-ছাত্রীদের নিজের দেওয়া প্রক্রিয়া মাধ্যমে উক্ত তারিখের আগেই আবেদন সম্পন্ন করতে হবে।

SBIF: আবেদনে কি কি কাগজপত্র লাগবে ?

আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আগে থেকে স্ক্যান করে পিডিএফ বানিয়ে রাখবেন

  • আগের শিক্ষাবর্ষের ফাইনাল পরীক্ষার মার্কশিট।
  • নাগরিক পরিচয়পত্রের প্রমাণ হিসেবে আধার কার্ড।
  • বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র/আইডেন্টিটি কার্ড/বোনাফাইড লেটার/ অ্যাডমিশন লেটার প্রয়োজন।
  • অভিভাবকের আয়ের প্রমাণপত্র হিসেবে স্যালারি স্লিপ অথবা সরকার স্বীকৃত ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি।

আরো পড়ুন: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সেরা পাঁচটি বেসরকারি স্কলারশিপ (Top Private Scholarship for Westbengal Students)

অনলাইন আবেদন পদ্ধতি (SBI Asha Scholarship Buddy4Study Apply)

আপনার বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে এই স্টেট ব্যাংক এ তরফ থেকে দেওয়া কলারশিপ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটির সম্পূর্ণ Buddy4Study এবং SBIF-উদ্যোগে সম্পন্ন হবে।

অনলাইনে আবেদন প্রক্রিয়া: প্রথমে SBIF আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্টস এর ওয়েবসাইট এ ভিজিট করতে হবে –

Buddy4study SBI Asha Scholarship 2023 Application Form Fill Up for School Students
SBI Asha Scholarship 2023 Application Form Fill Up for School Students

“Start application” নামক অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখিত সমস্ত তথ্য নিখুঁতভাবে ফিল আপ করতে হবে। সেখানে উক্ত স্কলারশিপটি বেছে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পেজে প্রবেশ করা যাবে।

* অফিসিয়াল ওয়েবসাইটের লিংক (SBIF): Click Here

* আবেদনের সরাসরি লিংক (Buddy4Study): Apply Here

দরকারি সকল ডকুমেন্টস আপলোড করতে হবে। সকল ডকুমেন্টস এবং তথ্য যদি নির্ভুলভাবে আপলোড হয়ে থাকে, তবে সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি সাবমিট করতে হবে

SBI ফাউন্ডেশন স্কলারশিপ-এর জন্য যোগাযোগ

কোন প্রশ্নের ক্ষেত্রে, অনুগ্রহ করে যোগাযোগ করুন: 011-430-92248 (এক্সট: 303) (সোম থেকে শুক্রবার – 10:00 AM থেকে 6:00 PM)
অথবা ইমেইল করতে পারেন: [email protected]

তবে এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই আবেদন করলেই যে টাকা পাবেন তার কোন গ্যারান্টি নেই। তবে হ্যাঁ যদি যোগ্য হয়ে থাকেন, বিনামূল্যে যেহেতু ফরম ফিলাপ চলছে অবশ্যই আবেদন করতে পারেন

আর আমাদের সাথে যুক্ত হন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে পরবর্তী সকল ধরনের প্রাইভেট স্কলারশিপ, সরকারি কলারশিপ এবং পড়াশোনার সমস্ত আপডেট পশ্চিমবঙ্গের পড়ুয়াদের কাছে আমরা বিনামূল্যে পৌঁছে দিয়ে থাকি

এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -