অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বহু ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সংস্থা বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। কিন্তু অনেকেই আছেন যাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে একটি মাত্র স্কলারশিপের টাকা পেয়েও তাদের পড়াশোনার খরচ ঠিক মত চলে না। তাই তারা মনে করেন একাধিক স্কলারশিপ পেলে তারা তাদের স্বপ্ন পূরণের পথে এগোতে পারবে ভালোভাবে। এই সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে একটি দুর্দান্ত স্কলারশিপের অফার।
কিছুদিন আগেই ভারত সরকার পরিচালিত ‘আবাসিক শিক্ষা প্রকল্প’ “Shreshta Scheme” লঞ্চ করেছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থী রা একটিমাত্র পরীক্ষা দিয়ে টানা চার বছর স্কলারশিপ উপভোগ করতে পারবেন। কেন্দ্র সরকারের পরিকল্পনা অনুযায়ী বছরের মোট 3000 শিক্ষার্থী এই স্কলারশিপের টাকা পাবেন।
“Shreshta Scheme” স্কলারশিপে কোন কোন ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করা যাবে? প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
SHRESHTA স্কলারশিপ কী ?
সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আবাসিক শিক্ষা প্রকল্প’ “SHRESHTA” স্কিমটি চালু করেছে। যার পুরো নাম “Scheme for Residential Education for Students in High Schools in Targeted Areas“। মূলত তপশিলি জাতি গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি এবং আর্থ-সামাজিকভাবে উন্নত করার লক্ষ্যেই এই স্কলারশিপের আয়োজন করা হয়েছে। 8 শ্রেণী থেকে 12 শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)- SHRESHTA স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা চার বছরের জন্য মোট 4 লক্ষ 70 হাজার টাকা অনুদান পেতে পারেন।
- নবম শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীরা বছরে প্রায় 1 লক্ষ টাকা
- দশম শ্রেণীর শিক্ষার্থীরা 1 লক্ষ 10 হাজার টাকা পাবেন।
- অপরদিকে একাদশ শ্রেণির জন্য 1 লক্ষ 25 হাজার টাকা এবং দ্বাদশ শ্রেণীতে পড়া ছাত্র ছাত্রীরা বছরে 1 লক্ষ 35 হাজার টাকা স্কলারশিপ হিসেবে পাবেন।
যোগ্যতা (Eligibility Criteria)
(১) এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রার্থীদের তপশিলি জাতিভুক্ত হতে হবে।
(২) সরকারি বা বেসরকারি স্কুলের সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
(৩) প্রার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
(৪) পারিবারিক ইনকাম ২ লক্ষ ৫০ হাজার টাকা বা তার মধ্যে হতে হবে।
(৫) শিক্ষার্থীদের অবশ্যই ST সার্টিফিকেট থাকতে হবে।
আরো পড়ুন: Private Scholarship: অক্টোবর মাসে যে প্রাইভেট স্কলারশিপ গুলির ফর্ম ফিলাপ চলছে, টাকা পেতে আবেদন করুন
আবেদনের পদ্ধতি (How to apply for Shreshtha Scheme)
“Shreshta Scheme” এর জন্য আবেদন করতে গেলে ছাত্র-ছাত্রীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির(NTA) জাতীয় স্তরের পরীক্ষা দিতে হবে।
ছাত্র-ছাত্রীদের প্রথমে https://shreshta.nta.nic.in/ এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
ফর্মটি যথাযথভাবে পূরণ করুন। এপ্লাই করার জন্য সাবমিট অপশনে ক্লিক করুন।
সবশেষে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
প্রয়োজনীয় কাগজপত্র ( Documents)
Shreshtha Scheme স্কলারশিপ এ আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের যে কাগজপত্রগুলি জমা দিতে হবে সেগুলি হল-
1) বিগত পরীক্ষার রেজাল্টের কপি।
2) আধার কার্ডের সামনের দিক এবং পিছনের দিক স্ক্যান করে আপলোড করবেন।
3) এস সি এর সার্টিফিকেটের কপি স্ক্যান করে আপলোড করবেন।
4) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ডের কপি বা বার্থ সার্টিফিকেটের কপি আপলোড করতে হবে।
আরো দেখুন: পশ্চিমবঙ্গ সরকারের হিন্দি স্কলারশিপ প্রকল্প! প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন (জেনে নিন)
নির্বাচন পদ্ধতি (Selection Process)
স্কলারশিপের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) জাতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ছাত্র ছাত্রীদের নির্বাচন করা হবে।
পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের দেশের টপ লেভেলের CBSC বোর্ড আবাসিক স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করা হবে। ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে সেই স্কুলগুলিতে যেখানে দশম এবং দ্বাদশ শ্রেণীর পাশের হার 75% এর বেশি।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -