Swami Vivekananda Scholarship 2023-24, Bikash Bhaban Scholarship Application/Registration Opening Update News.
পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য সবথেকে বড় সরকারি বৃত্তি স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ বা ‘বিকাশ ভবন স্কলারশিপ‘ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতিবছর লক্ষাধিক স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা পড়াশোনার চলাকালীন সম্পূর্ণ এই স্কলারশিপের ওপর নির্ভর করেই তাদের পড়াশোনার খরচ চালায়।
অপেক্ষার দিন শেষ! অবশেষে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন।
আবেদন শুরুর গুরুত্বপূর্ণ আপডেট
বর্তমানে বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালের “Apply” আবেদন সেকশন-এর নতুন রেজিস্ট্রেশন অপশন খোলা হয়েছে, কিন্তু ওখানে পরিষ্কারভাবে লেখা “Registration Not Yet Started“… অর্থাৎ. এখনো আবেদন শুরু হয়নি।
✨️ তোমাদের সুবিধার্থে বলা প্রয়োজন যে, নতুন পোর্টাল আপডেট-এর কাজ চলছে যেখানে বাংলা শিক্ষা আইডির সঙ্গে ছাত্রছাত্রীদের প্রোফাইল সরাসরি লিংক থাকবে।
তাই অফিশিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত কেউ রেজিস্ট্রেশন করবে না, ছাত্রছাত্রীদের এই নির্দেশ দেওয়া হচ্ছে।
আপডেটের কাজ হয়ে গেলে, ছাত্রছাত্রীদের জন্য বিকাশ ভবন থেকে নোটিশ দেওয়া হবে। তারপরেই ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদনের রেজিস্ট্রেশন শুরু করবে, অন্যথায় ছাত্র-ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে।
অবশ্যই দেখুন » Student Guider ম্যাগাজিন #০৩! ছাত্র-ছাত্রীদের জন্য সপ্তাহের সমস্ত পড়াশোনা এবং স্কলারশিপ আপডেট
বিশেষ সতর্কতা – মন দিয়ে দেখুন
অনেক YouTube চ্যানেলে, সোশ্যাল মিডিয়া গ্রুপে ছাত্র-ছাত্রীদের মিসগাইড করা হচ্ছে এবং তাদের কাছে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। তাই গুজবে কান না দিয়ে, শুধুমাত্র অফিশিয়াল আপডেট নজর রাখো।
- পোর্টাল খোলার সঙ্গে সঙ্গেই কেউ ফরম ফিলাপ শুরু করে দিও না, অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করো কোন টেকনিক্যাল প্রবলেম এড়িয়ে যাওয়ার জন্য।
(সমস্ত) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত আপডেট » SVMCM Updates
অফিসিয়াল পোর্টাল: https://svmcm.wbhed.gov.in/
সঠিক তথ্য ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে শেয়ার করে তাদের সাহায্য করুন।
ফেসবুক এবং সোশ্যাল মাধ্যমে আমাদের WBGuider-পেজ লাইক এবং ফলো করে রাখতে পারেন, সমস্ত পড়াশুনার অফিশিয়াল আপডেট পাওয়ার জন্য।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -