Westbengal Education Three Language Formula, Bengali Mandatory: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্তরের স্কুলে বাংলা ভাষার শিক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছে। এবার থেকে প্রথম ভাষা হিসেবে বাংলা এবং ইংরেজিকে বেছে নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষানীতির কঠোর আদেশ, বাংলা এবং ইংরেজি ভাষায় স্কুল স্তরে পঠন পাঠন অনিবার্য করতে হবে।
চলতি বছরের এপ্রিল মাসে জাতীয় শিক্ষানীতি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। সেই অনুসারে রাজ্যের নতুন শিক্ষানীতি পেশ হয়েছে সেপ্টেম্বর মাসে। সেই নতুন শিক্ষানীতি আইনে পরিণত করা হচ্ছে।
নতুন শিক্ষানীতিতে কি বলেছে শিক্ষাপর্ষদ?
যেসব স্কুলে পড়ুয়াদের প্রথম ও দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা পড়ানো হয় না, সেইসব স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভাষা পড়ানোর ব্যবস্থা করা হবে। শিক্ষা কমিটির খসড়াতে সবার পর তা বিধানসভায় পেশ হয়।
অতঃপর এই নয়া শিক্ষা নীতি নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটাতে নিজের বক্তব্য রেখেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন, “আমরা ত্রি-ভাষার কথা বলেছি। বাংলা ভাষা চাপিয়ে দেয়া হবে না। যে এলাকায় যেটি প্রথম ভাষা হিসেবে রয়েছে, সেটিই প্রাধান্য পাবে।“
বাংলা, ইংরেজির সঙ্গেই থাকবে তৃতীয় ভাষা
যেসব অঞ্চলে স্থানীয় ভাষার প্রচলন বেশি সেই সব অঞ্চলের স্কুলে স্থানীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে গঠন পাঠনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। সে ক্ষেত্রে তা সাঁওতালি, উর্দু অথবা হিন্দি যেকোনো ভাষা হতে পারে।
- বাংলা মিডিয়াম স্কুল গুলির পাশাপাশি সমস্ত বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতেও বাংলা ভাষা পঠন-পাঠনের মধ্যে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ।
- আঞ্চলিক ক্ষেত্রে বিভিন্ন ভাষাধর্মী এলাকার ইংলিশ মিডিয়াম স্কুল গুলিতেও স্থানীয় ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে মান্যতা দেওয়ার নির্দেশ জারি হয়েছে।
ইংরেজি মিডিয়াম ছাড়া অন্য কোন মিডিয়ামের ক্ষেত্রে এই নিয়ম বা নির্দেশাবলী গুলো প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
সরকারের তৎপরতার কারণ কি?
সরকারি স্কুলগুলোতে বাংলা ভাষার শিক্ষার উপর জোর দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি স্কুলে বাংলা ভাষাকে দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসেবে রাখলেও, অধিকাংশ বেসরকারি স্কুল গুলোতে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।
অবশ্যই পড়ুন » এবার সকল ছাত্র-ছাত্রী পাবে স্কলারশিপ টাকা! নতুন উদ্যোগ রাজ্য সরকারের! জেনে নিন তাড়াতাড়ি
ইংলিশ মিডিয়াম স্কুল গুলির ক্ষেত্রে ইংরেজিকে প্রথম ভাষা হিসেবে মান্যতা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়েরা দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি অথবা অন্য কোন ভাষাকে বেছে নিতে ছাত্র-ছাত্রীদের উপদেশ দেন। তথাপি বাংলা ভাষার নেওয়ার সুযোগ থাকলেও সারা স্কুল জীবনে ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষায় সুশিক্ষা পাওয়ার অবকাশ থাকে না।
সিদ্ধান্ত ও ছাত্রছাত্রীদের সুবিধা
বাংলা ভাষাকে আবশ্যিক করার সিদ্ধান্ত একটি উত্তম সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সরকার বাংলা ভাষাকে এই গুরুত্ব দিয়ে থাকে তবে তার চেয়ে ভালো খবর আর হতে পারে না। একমাত্র সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতেই ইংরেজি ভাষার পর বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে নেওয়ায় মান্যতা দেওয়া হয়ে থাকে। এবার এই পঠন-পাঠন ব্যবস্থাকে বদলাতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
আরো পড়ুন » ছাত্রছাত্রীদের ১০০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হল!
ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর পাশাপাশি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতেও একই ব্যবস্থা চালু করতে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের এই নতুন পঠন-পাঠন ব্যবস্থার গঠনে নতুনভাবে শিক্ষা ব্যবস্থার প্রসারের উপর আশা দেখছে পশ্চিমবঙ্গবাসী।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -