স্মার্ট যুগে পড়াশোনা অনেকটা আপগ্রেড হয়ে গেছে। তাই পড়াশোনার কাজে ল্যাপটপ (Laptop) থাকাটা অনেকটাই জরুরী, সেটা অনলাইন ক্লাস থেকে শুরু করে, কম্পিউটার প্রোগ্রামিং-এর মত স্কিল।
কিন্তু ছাত্র-ছাত্রীদের পক্ষে দামি ল্যাপটপ কেনা সম্ভব নয়। তাই ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই জিও (Jio) পড়াশোনার সুবিধার জন্য স্মার্টফোনের দাম এই দেবে ল্যাপটপ। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। কিভাবে পাবেন এত কম দামে!! কত টাকাই বা দাম পড়বে? সম্পূর্ণ জানুন আজকের প্রতিবেদন।
JioBook Laptop for Students (Jio ল্যাপটপ)
বর্তমানে জিও ভারতবর্ষের নং 1 টেলিকমিউনিকেশন কোম্পানি। ভারতবর্ষের সর্বত্র এই কোম্পানির নেটওয়ার্ক বিস্তারিত। আসলে জিও তুলনামূলক কম খরচে পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত।
যেখানে একটা ভালো ল্যাপটপ কিনতে প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি খরচ হয়ে যায়, সেখানে মাত্র ১৬ হাজার টাকায় ল্যাপটপ! সত্যিই অবিশ্বাস্য। আপনাদের হয়তো মনে হচ্ছে আমরা ভুল বলছি অথবা কোনও অফার চলছে। কিন্তু এর মধ্যে থেকে কোনটাই নয়। এই দামেই এখন ল্যাপটপ কিনতে পারবেন। মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় ল্যাপটপ নিয়ে এসেছে জিও। ল্যাপটপটির মডেল নেম হল ‘জিও বুক’ (JioBook)। জিও অপারেটিং সিস্টেমের মাধ্যমে এই ল্যাপটপ চলবে বলে জানা যাচ্ছে রিলায়েন্সের তরফ থেকে।
আপনারা কি জানেন ‘জিও বুক’ (JioBook) ল্যাপটপে কী কী ফিচার্স রয়েছে? কী কী কাজে ব্যবহার করা যাবে এই ল্যাপটপ?
ছাত্র-ছাত্রীদের জন্য কি কি সুবিধা রয়েছে
জিও বুক ল্যাপটপ এ রয়েছে জিও -র নিজস্ব অপারেটিং সিস্টেম। এর নাম ‘জিও ওএস’ (JioOS)। এতে আপনারা পেয়ে যাবেন 4G-LTE ও ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সার্ভিস (Dual Band wi-fi)। এছাড়াও থাকবে মাল্টি টাস্কিং স্ক্রিন, স্ক্রিন এক্সটেনশন এবং ওয়ারলেস প্রিন্টিং। এছাড়াও থাকবে ৭৫ এর বেশি কি-বোর্ড শর্টকাট। আপনারা জানলে খুশি হবেন ‘জিও ওএস’ (JioOS) অপারেটিং সিস্টেমে থাকবে চ্যাটবট ফিচার।
রাজ্যের পড়ুয়াদের বিনামূল্য ট্রেনিং দেবে সরকার! জেনে নিন, কিভাবে করবেন আবেদন?
এমনকি আপনারা এই ‘জিও বুক’ ল্যাপটপ এর মাধ্যমে জিও টিভি ব্যবহার করতে পারবেন। জিও টিভি অ্যাপ এ থাকবে প্রচুর শিক্ষা সংক্রান্ত কনটেন্ট। ফলে ছাত্র-ছাত্রীদের এতে বেশ খানিকটা সুবিধা হবে। এই ল্যাপটপে থাকবে জিও ক্লাউড গেমস। এর মাধ্যমে আপনারা বিভিন্ন গেম খেলার সুযোগ পাবেন। এতে থাকবে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ (Cloud storage)। আপনারা এতে ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি।
কোডিং ও কম্পিউটার প্রোগ্রামিং শেখার সুবিধা
‘জিও বিয়ান’ (JioBian) এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পাইথন (Python), জাভা (Java) ও পার্লের (Pearl) মতো Coding ল্যাংগুয়েজ সহজেই শিখতে পারবে। এছাড়াও ল্যাপটপটি হালকা (Light weight laptop) হওয়ার কারণে ব্যবহারকারী যেকোনো সময় যে কোন জায়গায় সহজেই নিয়ে যেতে পারবে।
আরো পড়ুন » আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে চান? সুযোগ দিচ্ছে আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ
ছাত্র-ছাত্রীরা এই ল্যাপটপ অনলাইনে কিনতে পারবেন তার সঙ্গে কয়েক দিনের মধ্যেও জিও স্টোরে উপলব্ধ হবে।
এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ পড়াশোনার আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -